‘আবার তোরা মানুষ হ’ — মিটফোর্ডের ঘটনায় মুনমুন
আনন্দমেলা প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১২ জুলাই, ২০২৫, ২:৪০ পিএম
রাজধানীর বুকে ঘটে গেল এক বীভৎস হত্যাকাণ্ড। বুধবার (৯ জুলাই) স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের তিন নম্বর গেটের সামনে প্রকাশ্যে পাথর দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয় ভাঙারি ব্যবসায়ী সোহাগকে। চারপাশে ছিল মানুষ, ছিল জীবন। ছিল না শুধু প্রতিরোধ। হৃদয়বিদারক সেই দৃশ্যের ভিডিও যখন ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে, তখনই যেন থমকে যায় গোটা জাতি। মানুষের হৃদয়ে জন্ম নেয় ভয়, ক্ষোভ আর হতাশা। মুখর হয় সাধারণ জনতা, আর নীরবতা ভাঙেন তারকারাও। এবার সেই প্রতিবাদের মিছিলে সবচেয়ে তীব্র কণ্ঠটি শোনা গেল ঢাকাই সিনেমার অ্যাকশন কুইন মুনমুনের কণ্ঠে।

শনিবার (১২ জুলাই) নিজের ভেরিফায়েড সোশ্যাল হ্যান্ডেলে এ বিষয়ে অভিনেত্রী লিখেছেন, প্রিয় ভক্ত ও অনুরাগীগণ আজ আর তেমন কিছু লিখার ভাষা খুঁজে পাচ্ছি না। কেমন একটা মানসিক স্ট্রেস এর মধ্যে সময়টা যাচ্ছে। আমার মত আপনাদের অনেকেরই একই অবস্থা আমি জানি, একটি কথাই মনের মাঝে বারবার আসছে! ‘আবার তোরা মানুষ হ....।’

মুঠোফোনে মুনমুন বলেন, আমরা একটা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি এটা সত্য, তার মানে এই নয় যাচ্ছেতাই ঘটে যাবে আর সেটা দায়হীনভাবে হ্যান্ডেল করা হবে, এটা কাম্য নয়। একবার ভাবুন এমন দৃশ্য সাধারণ মানুষের মাঝে কি বয়ে যাচ্ছে। যদিও ওখানে অনেক সাধারণ জনতাও ছিলো, কিন্তু তারা কোনো ধরনের প্রতিরোধে এগিয়ে আসেনি। আমাদের মানসিক ভঙ্গুরতায় পেয়েছে। অনিরাপদ হয়ে উঠছে জনজীবন। এমন ঘটনার প্রতিরোধ তাৎক্ষণিক হলে অন্যরাও ভয় পেতো, কিন্তু আফসোস এদের জন্য তাই বলতে হচ্ছে ‘আবার তোরা মানুষ হ’।

শিল্পী হিসেবে কোনো প্রত্যাশা নেই জানিয়ে মুনমুন, কেবল অনুরোধ এসকল ঘটনায় রাজনীতির মারপ্যাচে না আটকে ঘটনার দ্রুত এবং কঠিনতম ব্যবস্থা নেওয়া দরকার। নইলে এমন ভয়াবহ ঘটনা আবারও ঘটবে।

বুধবার (৯ জুলাই) বিকেলে একদল লোক লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯) নামে এক ব্যক্তিকে পাথরের আঘাতে থেতলে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে। সেই ঘটনার একটি ভিডিও শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

জানা যায়, চাঁদা না পেয়ে প্রকাশ্য এই হত্যার ঘটনা ঘটানো হয়েছে। এর পেছনে বিএনপির যুব সংগঠন যুবদলের কয়েকজন নেতাকর্মী রয়েছেন। ইতিমধ্যে যুবদল অভিযুক্তদের বহিষ্কার করেছে। পুলিশ প্রধান আসামিসহ চারজনকে গ্রেপ্তার করেছে। হত্যার ঘটনার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে অধীনে করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।

আজকালের খবর/আতে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
গোপালগঞ্জে এনসিপির সমাবেশস্থলে হামলা
সোহাগ হত্যায় রাজনৈতিক সম্পৃক্ততা নেই: ডিএমপি কমিশনার
পুলিশকে মারধর করে হাতকড়াসহ পালালো বিএনপি নেতা
বিএসসি নার্সিংয়ের সমুদয় পরীক্ষা স্থগিত করেছেন হাইকোর্ট
নতুন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কক্সবাজারে জামায়াত নেতার হামলায় বিএনপি নেতা নিহত
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনসিপি’র নেতা
ঐকমত্য কমিশন ব্যর্থ হলে সবাই ব্যর্থ হবে : আলী রীয়াজ
গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
নিবন্ধন চেয়ে আবেদনকারী ১৪৪টি দলই প্রাথমিক বাছাইয়ে ফেল
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft