প্রকাশ: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ৬:৪৬ পিএম

মানুষের জীবন বড়ই বিচিত্র, আনন্দের চেয়ে যন্ত্রণাই যেন বেশি। কখনও সমাজের চোখে আমরা অপরাধী, কখনও নিজেদের ঘনিষ্ঠজনের চোখেই হয়ে উঠে নায়ক। কখনো কখনো হতে হয় অপমান, লাঞ্ছিত- খপ্পরে পড়তে হয় মবের কষাঘাতে। মব জাস্টিস সমাজের একটা ব্যাধি হয়ে দাঁড়িয়ে। এমনই এক মানবিক ও বর্তমান সময়ের বাস্তব জীবনগাঁথা নিয়ে তৈরি হয়েছে নতুন টেলিফিল্ম ‘আমারও গল্প আছে’।
টেলিফিল্মে একজন বাবার আত্মমর্যাদা, সমাজের অবিচার, মব জাস্টিস ও বাস্তবতার মুখোমুখি একজন নিরীহ মানুষের গল্পকে পর্দায় জীবন্ত করে তোলা হয়েছে। সমাজের কিছু মানুষ যাকে ‘চোর’ বলে গালি দেয়, তার মেয়ের চোখে সে একমাত্র সুপারম্যান এই দ্বৈত বাস্তবতা নিয়েই টেলিফিল্মটির মূল আবেগ।
চ্যানেল আই-র প্রযোজনায় টেলিফিল্মটি রচনা ও পরিচালনায় আছেন সময়ের বাস্তবধর্মী জীবনভিত্তিক নির্মাতা রানা বর্তমান। এটি প্রচারিত হবে চ্যানেল আই টেলিভিশন এবং চ্যানেল আই-এর অনলাইন প্ল্যাটফর্মে।
এতে অভিনয় করেছেন আজিজুল হাকিম, সুষমা সরকার, এমিলি, গোলাম রাব্বানী মিন্টু, আব্দুল আজিম, তুহিন চৌধুরী, সাহিদুল সোহেল, রিমন সাহা, জামাল পাটোয়ারী, উকিল সহ আরও অনেকে।
পরিচালক রানা বর্তমান বলেন, আমরা কেবল গল্প বলিনি, আমরা একজন বাবার কান্না, সমাজের চোখে তার অপমান, এবং তার সন্তানের নির্ভরতা সহ মব জাস্টিস একটা ব্যাধি হয়ে দাঁড়িয়েছে তা পরিষ্কার ভাবে তুলে ধরেছি। এই গল্প হাজারো দর্শকের হৃদয়ে বাজবে-এই আমার বিশ্বাস।
টেলিফিল্ম ‘আমারও গল্প আছে’ খুব শিগগিরই চ্যানেল আইতে প্রচারিত হবে।
আজকালের খবর/আতে