প্রকাশ: বুধবার, ৯ জুলাই, ২০২৫, ৭:৫৪ পিএম

মায়ের পথ ধরেই গানের জগতে পা রেখেছেন জনপ্রিয় সংগীত তারকা নাজমুন মুনিরা ন্যান্সিকন্যা মার্জিয়া বুশরা রোদেলা। ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে তার বেশু কিছু গান, যা শ্রোতামহলে প্রশংসিতও হয়েছে।
এবার নতুন খবর হলো, প্রথমবারের মতো নতুন একটি গানে একসঙ্গে গাইলেন মা ও মেয়ে। ফয়সাল রাব্বিকীনের কথায় ‘কেন’ শিরোনামের এ গানটির সুর ও সংগীতায়োজন করেছেন প্রত্যয় খান।
স্যাড-রোমান্টিক কথার এ গানটির একটি ভিডিও করা হয়েছে, যেখানে অংশ নিয়েছেন মা-মেয়ে দুজনেই। আর ভিডিওটি পরিচালনা করেছেন ন্যান্সিকন্যা রোদেলা।
গানটি নিয়ে স্বভাবতই উচ্ছ্বসিত মা ও মেয়ে দুজনেই। নাজমুন মুনিরা ন্যান্সি বলেন, ‘একই গানে দুজন নারী কণ্ঠশিল্পীর ব্যবহার তো আমাদের এখানে খুব একটা নেই।
কোক স্টুডিও থেকে শুরু করে কিছু গানের ক্ষেত্রে হয়তো আমরা পেয়েছি। সেদিক থেকে আমি ও আমার মেয়ে রোদেলা একসঙ্গে একটা গানে কণ্ঠ দিয়েছি এবং সেটার ভিডিওতেও আমরা দুজন, তাও আবার রোদেলার পরিচালনায়; সবকিছু মিলিয়ে ভালোই লেগেছে।’
তিনি আরো বলেন, ‘গানের কথাগুলো খুব সুন্দর, ভালো লাগার মতোই। ভালো লাগার অনুভূতিটা তো সব বয়সের মানুষের কাছে একই।
সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে এই গানটা রোদেলার কণ্ঠেই ভালো মানাবে এবং সে আমার চেয়েও ভালো গেয়েছে এখানে। আর ভিডিওর কথা যদি বলি, মোবাইল ফোন দিয়ে এটার শুট করা হয়েছে। একটা রিসোর্টে শুট করেছি, আমাদের মা-মেয়ের মুহূর্তগুলোই এখানে দেখা যাবে। যা করেছি তা একদমই রোদেলার নির্দেশনাতে। আমার জীবন তো এখন ওর নির্দেশনাতেই চলে।’
গানটি প্রসঙ্গে মার্জিয়া বুশরা রোদেলা বলেন, ‘এটা একটা দুঃসাহসই বটে। কারণ আমার মায়ের কণ্ঠ, গান সারা বিশ্বের বাংলা ভাষাভাষীদের কাছে জনপ্রিয়। তার ইউনিক স্টাইল রয়েছে। এবার তার সঙ্গে গান গেয়ে ফেললাম। অবশ্য মায়ের অনুপ্রেরণা ও সাহসেই গানটি গাইলাম। গানটি আশা করছি ভালো লাগবে সবার।’
জানা গেছে, আগামীকাল ১০ জুলাই গানটি রোদেলার নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে।
আজকালের খবর/আতে