কাঠের গল্প: তিন ছাপচিত্র শিল্পীর প্রদর্শনী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৮ জুন, ২০২৫, ৪:৩২ পিএম
রাজধানী ঢাকার আলিয়ঁস ফ্রঁসেজের লা গ্যালারিতে শুরু হয়েছে ‘টিম্বার টেইলস’ শিরোনামের যৌথ চিত্র প্রদর্শনী। মঙ্গলবার (১৭ জুন) সন্ধ্যায় সপ্তাহব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চিত্রশিল্পী মনিরুল ইসলাম। 

উদ্বোধনী আয়োজনে আরো উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ছাপচিত্র বিভাগের অধ্যাপক আনিসুজ্জামান আনিস, শিল্পী আহমেদ নাজির, শিল্পী নাজির খান খোকন, শিল্পানুরাগী মঈন মুনতাসির এবং শিল্প-সমালোচক রফিক সুলায়মান।   

এই প্রদর্শনীতে অংশগ্রহণকারী তিন তরুণ শিল্পী হলেন আবু আল নাঈম, রাকিব আলম শান্ত ও শাকিল মৃধা। তিনজনই উডব্লক প্রিন্ট মাধ্যমে ছাপাই ছবি উপহার দেন। প্রদর্শনীতে প্রায় ২০টি শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে। এসব শিল্পকর্মে সমসাময়িক নানা থিম এবং চিন্তার প্রতিলন দেখা যায়। আবার অস্তিত্ব, পরিবেশ, স্মৃতি, সংকট এবং সামাজিক আখ্যানকে  উপজীব্য করেও শিল্পীত্রয়ী ছবি এঁকেছেন। 

রাকিব আলম শান্ত তার সাহসী, বৃহৎ আকারের সাদা-কালো উডকাট প্রিন্টের জন্য পরিচিত, যেখানে রূপ ও বৈপরীত্য স্পষ্টভাবে ধরা পড়ে।

শাকিল মৃধা তার শৈশবের গ্রামীণ জীবনের স্মৃতি, রং ও ছন্দকে কাজে লাগিয়ে তৈরি করেছেন এক উষ্ণ ও স্নিগ্ধ চিত্রভাষা। অন্যদিকে, আবু আল নাঈম ধারাবাহিকভাবে নিরীক্ষাধর্মী পন্থায় কাজ করে চলেছেন, যেখানে ঐতিহ্যবাহী মাধ্যমের সঙ্গে আধুনিক দৃষ্টিভঙ্গির সমন্বয় ঘটেছে। মৌলিক রঙ এবং ট্রাডিশনাল ড্রয়িং তার ছাপাই ছবির বৈশিষ্ট্য।   

তিনজন শিল্পী সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রিন্টমেকিং বিভাগ থেকে বিএফএ ও এমএফএ সম্পন্ন করেছেন এবং সেখানেই তাদের নিজস্ব শিল্পভাষা গড়ে তুলেছেন। 

প্রদর্শনীটি ২৫ জুন পর্যন্ত চলবে। সপ্তাহের সোমবার থেকে শনিবার প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে। 

আজকালের খবর/আরইউ








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
টরোন্টো ফিল্ম ফেস্টিভ্যালে ডাক পেলেন সোয়েব সিকদার
এনিগমা টিভির আয়োজনে শবনমের জন্মদিন, শুভেচ্ছা জানালেন আলমগীর-জেবা-হায়াৎ
গোপালগঞ্জ নয়, দেশের প্রথম ভ্যাকসিন প্লান্ট হবে মুন্সীগঞ্জে: স্বাস্থ্য উপদেষ্টা
সাতক্ষীরা জেলা ক্রীড়া ধারাভাষ্য ফোরামের আয়োজনে কাউন্সিল অধিবেশন ও প্রশিক্ষণ কর্মশালা
রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই সনদের খসড়া পাঠিয়েছে ঐকমত্য কমিশন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
চাঁদা না পেয়ে ইতালি প্রবাসীর ওপর বিএনপি নেতার হামলা
আর্চ ব্রিজের কাজে ধীরগতি, জগন্নাথপুরে মানববন্ধন
উলিপুর উন্নয়ন ফোরামের উদ্যোগে চার হাজার কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা
ইসির প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ ২২ দল, আছে বাংলাদেশ বেকার মুক্তি পরিষদও
গাজীপুরে প্রয়াত সাংবাদিক তুহিন স্মরণে দোয়া মাহফিল
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft