সাতক্ষীরা জেলা ক্রীড়া ধারাভাষ্য ফোরামের আয়োজনে কাউন্সিল অধিবেশন ও প্রশিক্ষণ কর্মশালা
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ৮:৩৪ পিএম
সাতক্ষীরা জেলা ক্রীড়া ধারাভাষ্য ফোরামের আয়োজনে কাউন্সিল অধিবেশন ও দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সকাল ১০টায় সাতক্ষীরা জেলা স্টেডিয়াম ভবনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তাক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জনাব আবুল হাসান।

সংগঠনের সভাপতি মো. অলিউল ইসলামের সভাপতিত্বে, সঞ্জয় সরকার ও এম আর মোস্তাকের সঞ্চালনায় কাউন্সিল অধিবেশনে আরও উপস্থিত ছিলেন- সাবেক ফিফা এলিট রেফারি তৈয়েব হাসান বাবু, খুলনা বিভাগীয় আম্পায়ারস এসোসিয়েশনের সভাপতি আ ম আখতারুজ্জামান মুকুল, জেলা ফুটবল কোচ ইকবাল কবির খান বাপ্পি, ডিএফ এ কোষাধ্যক্ষ শেখ মাসুদ আলি, ইদুউজ্জামান ইদ্রিস, ন্যাশনাল কমেন্টেটর ইসমাইল হোসেন মিলন, সিনিয়র ধারাভাষ্যকার জিএম সিরাজুল ইসলাম, জুয়েল আহমেদ ঝিনুক, সেলিম রেজা তুষার প্রমুখ।

দিনব্যাপি এই প্রশিক্ষণ কর্মশালায় সম্মানিত অতিথি হিসেবে যোগ দেন বাংলা ক্রীড়া ধারাভাষ্যকার জগতের কিংবদন্তী ধারাভাষ্যকার আলফাজ উদ্দিন আহমেদ, বেতার ও টিভির ন্যাশনাল কমেন্টেটর সামসুল ইসলাম।

প্রশিক্ষণার্থী হিসেবে সাতক্ষীরা জেলার সাতটি উপজেলা থেকে প্রায় ৬০ জন ধারাভাষ্যকার এই প্রশিক্ষণ কর্মশালায় অংশ গ্রহণ করেন।

সংগঠনের সদস্যদের ভোটের মাধ্যমে আগামী দুই বছরের জন্য মো. অলিউল ইসলাম কে সভাপতি এবং মো. ইসমাইল হোসেন মিলনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

আজকালের খবর/ওআর








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
টরোন্টো ফিল্ম ফেস্টিভ্যালে ডাক পেলেন সোয়েব সিকদার
এনিগমা টিভির আয়োজনে শবনমের জন্মদিন, শুভেচ্ছা জানালেন আলমগীর-জেবা-হায়াৎ
গোপালগঞ্জ নয়, দেশের প্রথম ভ্যাকসিন প্লান্ট হবে মুন্সীগঞ্জে: স্বাস্থ্য উপদেষ্টা
সাতক্ষীরা জেলা ক্রীড়া ধারাভাষ্য ফোরামের আয়োজনে কাউন্সিল অধিবেশন ও প্রশিক্ষণ কর্মশালা
রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই সনদের খসড়া পাঠিয়েছে ঐকমত্য কমিশন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
চাঁদা না পেয়ে ইতালি প্রবাসীর ওপর বিএনপি নেতার হামলা
আর্চ ব্রিজের কাজে ধীরগতি, জগন্নাথপুরে মানববন্ধন
কাল ‘নতুন কুঁড়ি’ রেজিস্ট্রেশন শুরু, উদ্বোধন করবেন তথ্য উপদেষ্টা
উলিপুর উন্নয়ন ফোরামের উদ্যোগে চার হাজার কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা
ইসির প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ ২২ দল, আছে বাংলাদেশ বেকার মুক্তি পরিষদও
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft