"বর্ষার প্রহরে"
মিফতাহুল জান্নাত মিশু
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫, ৬:০০ পিএম
বাহিরে নিশি বরিষে শ্রান্ত সুরে,
শীতল সমীরণ বয় নিরব কূলে কূলে।
আলোকবিহীন গৃহদ্বারে,
ছায়া নামে, নিঃশব্দে ধরা দেয় আঁধারে।

বিদ্যুৎ-শিখা চমকায় গগনে,
বজ্রধ্বনিতে কাঁপে হৃদয়, নুয়ে পড়ে মনে।
ধুকধুক স্পন্দনে বুকে বাজে গান, 
স্মৃতিরা ফিরিয়া আসে অতীত সন্ধান।

বারান্দার কোণে জড়ায়ে বসি, চাহি নির্নিমেষে, জড়িত দৃষ্টিশূন্য হাসি।
চায়ের পেয়ালায় উঠে এক ফোঁটা জল,
প্রতিটি কণাতে বেজে উঠে অজস্র চল।

হে প্রেয়সী, তুমি কোথা? সেই যে বৃষ্টি রাতে,
চুপি চুপি ছুঁয়ে দিলে কাঁপিত হৃদপাতে!
হে সঙ্গিনী, স্মৃতি-মাঝারে কাঁদে তোমার ছায়া,
ভিজে উঠে ব্যাকুলতা, আর্ত হিয়ার মায়া।

বৃষ্টির কলতানে মিশে যায় আশা,
প্রেম না থাকিলেও রহে তাহার ভাষা।
হয়তো কোন এক সুদূর ঘরে,
তুমিও শোনাও এই বাদলের তরে।

এই বর্ষণ, এই নিস্তব্ধে কাঁপা পাতা,
জীবনের এক পুরাতন কথার বর্ণবাটা।
বিষাদ ও ভালোবাসা—দুই এরই সঙ্গ,
বর্ষা নামায়ে আনে হৃদয়-সুরভি রঙ্গ।

লেখক: মিফতাহুল জান্নাত মিশু
শিক্ষার্থী দ্বাদশ শ্রেণি
সরকারি আলিমুদ্দিন ডিগ্রি কলেজ, হাতীবান্ধা, লালমনিরহাট।








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
বিমানের লন্ডনগামী ফ্লাইটে যাত্রী অসুস্থ, ইস্তাম্বুলে জরুরি অবতরণ
লালপুরে প্রাইভেটকার থামিয়ে চালককে গলা কেটে হত্যা
জামায়াতের সাত দাবি
চট্টগ্রাম খুলশীতে অর্ধ কোটি টাকার মাদকসহ আটক ১
তফসিল ঘোষণার পর দেশে ফিরবেন তারেক রহমান : হুমায়ুন কবির
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
২২ বছরেও হয়নি সাইলচর গ্রামের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন
জুলাই শহীদের তালিকা থেকে ৮ জনের নাম বাতিল, গেজেট প্রকাশ
বেরোবির সাবেক ভিসি কলিমউল্লাহ গ্রেপ্তার
ফিফা র‌্যাংকিংয়ে ২৪ ধাপ এগোলো বাংলাদেশ
শাহজালালে পরিত্যক্ত অবস্থায় সোয়া ৮ কেজি স্বর্ণ উদ্ধার
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft