প্রকাশ: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ৪:৫৯ পিএম

বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের আয়োজনে এবং খুলনা জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় শুরু হওয়া ৭ দিনব্যাপী যাত্রা উৎসবের সমাপনী হয়েছে বৃহস্পতিবার। ব্যাপক দর্শক উপস্থিতিতে যাত্রাপালা ‘নাচমহল’ পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় এই আয়োজন। সুন্দরবন অপেরা যাত্রাদলের এ পরিবেশনায় পালাকার ছিলেন ভৈরবনাথ গঙ্গোপাধ্যায়, পরিচালনায় ছিলেন অবনী মল্লিক।
গত ১৯ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার খুলনার হাটবাতী সংলগ্ন জেলা কেন্দ্র আশ্রম, বটিয়াঘাটায় এই যাত্রা উৎসব শুরু হয়।
বাংলাদেশে শিল্পসংস্কৃতির কার্যক্রম বেগবান করতে এবং সমগ্র দেশে তা বিস্তৃতি ঘটাতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নিবন্ধনকৃত যাত্রাদলের বাছাইকৃত যাত্রাপালা এই উৎসবে পরিবেশিত হয়। উদ্বোধনী দিনে পরিবেশিত হয় যাত্রাপালা ‘লালন ফকির’। যাত্রাদল গোধূলি অপেরার পালার পরিচালনায় ছিলেন পরিতোষ জোয়ারদার এবং পালাকার ছিলেন দেবেন্দ্রনাথ। এ ছাড়া পরিবেশিত হয় যাত্রাপালা ‘দেবী সুলতানা’, ‘ডাইনী বধূ’, ‘আনারকলি’, ‘মানবী দেবী’।
আজকালের খবর/আতে