প্রকাশ: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪, ১১:০৯ PM
নেত্রকোণার মোহনগঞ্জ প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল আহমেদ। মঙ্গলবার বিকেলে ইউএনও অফিস কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় যুগান্তর প্রতিনিধি এমএস দোহা, জনকন্ঠ প্রতিনিধি আবুল কাসেম আজাদ, দৈনিক জাহানের প্রতিনিধি রফিকুল ইসলাম, ভোরের ডাক প্রতিনিধি কামরুল ইসলাম রতন, আজকের পত্রিকা ও দেশ টিভি নেত্রকোনা জেলা প্রতিনিধি সাইফুল আরিফ জুয়েল, দেশ কন্ঠস্বর প্রতিনিধি জহিরুল আলম শেখ, আমাদের সময় প্রতিনিধি ইন্দ্র সরকার, নয়া দিগন্ত প্রতিনিধি মেহেদী ইকবাল দোলন, দৈনিক জনতা আব্দুর রব ঠাকুর, ডেইলি পোস্ট প্রতিনিধি শ্যামল চৌধুরী, আমার দেশ প্রতিনিধি নূর আলম সিদ্দিকী, আজকালের খবর প্রতিনিধি রিংকু রায়, আমাদের নতুন সময়ের বিপ্লব রায় মনা, দৈনিক কালবেলা প্রতিনিধি হাবিবুর রহমান হানিফ, সংগ্রাম পত্রিকার প্রতিনিধি রফিকুল ইসলাম, দৈনিক আলোকিত সকালের আজহারুল ইসলাম সহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইনের গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ বলেন, আমি এই উপজেলায় নতুন যোগদান করেছি। উপজেলার সার্বিক উন্নয়নে আমাকে চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে।
তাই উপজেলার সার্বিক উন্নয়নের অগ্রযাত্রায় সকল সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করেন তিনি। এছাড়া সাংবাদিকরা উপজেলার বিভিন্ন সমস্যা তুলে ধরলে তিনি সেগুলোর বিষয়ে বিশেষ দৃষ্টি দেবেন বলে আশ্বস্ত করেছেন।
আজকালের খবর/ এমকে