
সারাদিন নাটকীয়তার পর রাতে জানা গেলো এফডিসিতে নয়, বিকল্প ভেন্যুতে হবে এবারের পরিচালক সমিতির নির্বাচন। ফলে সারা মাসের আনন্দ আয়োজন মুহুর্তেই ক্ষোভে পরিণত হয়েছে। ২৮ ডিসেম্বর শনিবার বাংলাদেশ চলচ্চিত্র সমিতির প্রতীক্ষীত নির্বাচন। যে কারণে সিনেমার আঁতুরঘর বলে পরিচিতি বিএফডিসি এখন উৎসবে মেতেছিলো। বরাবরের মতো দুটো প্যানেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের নির্বাচন। এতে শাহীন সুমন-শাহীন কবির টুটুল লড়বেন মুশফিকুর রহমান গুলজার-সাফিউদ্দিন সাফি প্যানেলের বিপরীতে।
এদিকে বৃহস্পতিবার সকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে অগ্নিকান্ডের ঘটনায় বিএফডিসি কর্তৃপক্ষ জানিয়ে দেন নির্ধারিত সময়ে ২৮ ডিসেম্বর নির্বাচন করতে দেওয়া যাবে না। এতে নিরাপত্তা ইস্যু জড়িত। এ খবরে পরিচালকদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুপুরের মধ্যে অন্তত দুই শতাধিক পরিচালক এফডিসিতে জমায়েত হয়। তারা এ সময় কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেন। এ ব্যাপারে বরেণ্য নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু বলেন, শুরু থেকেই আমরা এখানে নির্বাচন করেছি। সবসময় আমাদের মধ্যে ভাতৃত্ববোধ কাজ করেছে। সেভাবেই নির্বাচন করেছি। কখনো অপ্রীতিকর কিছু ঘটেনি, কিন্তু মন্ত্রণালয়ে আগুনের সঙ্গে এফডিসিকে মিলিয়ে নির্বাচন করতে না দেওয়ার সিদ্ধান্তে আমরা হতাশ হয়েছি। পরিচালক সমিতি এবারই প্রথম বিকল্প ভেন্যুতে নির্বাচন করবে বলে তিনি জানান।
এদিকে, বিকালে পরিচালক সমিতি তাৎক্ষণিক সংবাদ সম্মেলন ডাক দেয়। এ সময় প্রধান নির্বাচন কমিশনার আব্দুল লতিফ বাচ্চু ছাড়াও দুই প্যানেলের সকলেই উপস্থিত ছিলেন। পরে সংবাদ সম্মেলনে আব্দুল লতিফ বাচ্চু ভোটারদের আশ্বস্ত করেন যথাক্রমে ২৮ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে, এমনটাই মন্ত্রণালয় থেকে আমাদের মৌখিক আশ্বাস দেওয়া হয়েছে।
তবে এর পরপরই পাল্টে যায় প্রেক্ষাপট। রাত সাড়ে আটটায় ঘোষণা আসে এফডিসিতে নির্বাচন না করতে। এ খবরে ক্ষুব্দ হয়ে ওঠে পরিচালকবৃন্দ। রাত সাড়ে ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত পরিচালক সমিতি বিকল্প ভেন্যুতে নির্বাচন করতে মাঠে নেমেছে বলে বদিউল আলম খোকন নিশ্চিত করেছেন।
এবারের নির্বাচনে দুটি পৃথক প্যানেলের মধ্যে নির্বাাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। মুশফিকুর রহমান গুলজার-সাফিউদ্দিন সাফি প্যানেলে সভাপতি ও মহাসচিব পদপ্রার্থী ছাড়া সম্পাদকীয় পদে প্রার্থী হয়েছেন- আবুল খায়ের বুলবুল (সহসভাপতি), সালাউদ্দিন (উপমহাসচিব), তরিকুল ইসলাম ভুইয়া সাইমন তারিক (কোষাধক্ষ), আব্দুর রহিম বাবু (সাংগঠনিক), রফিক শিকদার (প্রচার, প্রকাশনা ও দপ্তর সচিব), এসডি রুবেল (আন্তর্জাতিক ও তথ্যপ্রযুক্তি), মুস্তাফিজুর রহমান মানিক (সাংস্কৃতিক ও ক্রীড়া)। এছাড়া এই প্যানেলে কার্যকরী সদস্য পদে প্রার্থী হয়েছেন যথাক্রমে- শাহ আলম কিরণ, ইফতেখার জাহান, মোস্তাফিজুর রহমান বাবু, বজলুর রাশেদ চৌধুরী, বদিউল আলম খোকন (সাবেক দুই বারের মহাসচিব), গাজী মাহাবুব, আনোয়ার সিরাজী, দেওয়ান নাজমুল, জয়নাল আবেদীন এবং আতিকুর রহমান লাভলু।
অপরদিকে চলতি দায়িয়েত্ব থাকা টানা দুই বারের মহাসচিব শাহীন সুমন এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন সভাপতি পদে। তিনি প্যানেল গড়েছেন শাহীন কবির টুটলকে সঙ্গে নিয়ে। এই প্যানেল থেকে সম্পাদকীয় পদে প্রার্থী হয়েছেন বীরমুক্তিযোদ্ধা মনতাজুর রহমান আকবর (সহসভাপতি), কবিরুল ইসলাম রানা (উপমহাসচিব), সেলিম আজম (কোষাধক্ষ), ওয়াজেদ আলী বাবুল (প্রচার, প্রকাশনা ও দপ্তর সচিব), বন্ধন বিশ্বাস (আন্তর্জাতিক ও তথ্যপ্রযুক্তি), সাইফ চন্দন (সাংস্কৃতিক ও ক্রীড়া)।
এই প্যানেলে কার্যকরী সদস্যপদে প্রার্থী হয়েছেন- প্রবীন পরিচালক সাঈদুর রহমান সাঈদ, বিখ্যাত কাহিনীকার ছটুক আহমেদ, জাকির হোসেন রাজু, শাহাদৎ হোসেন লিটন, পল্লী মালেক, মো. জয়নুল আবেদীন, হাবিবুল ইসলাম হাবিব, এখলাস আবেদিন এবং ডা. বুলবুল বিশ্বাস।
এছাড়া আব্দুল আওয়াল পিন্টু স্বতন্ত্রভাবে কার্যকরী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচনে এবার প্রধান নির্বাচন কমিশনার হিসেবে থাকছেন বরেণ্য চলচ্চিত্রগ্রাহক সংস্থার সভাপতি ও নির্মাতা আব্দুল লতিফ বাচ্চু। তার সঙ্গে থাকছেন পরিচালক এ জে রানা এবং বিএইচ নিশান। নির্বাচনে হালনাগাদ ভোটার সংখ্যা ৩৯৬ জন থাকলেও চলতি মাসে চার নির্মাতার মৃত্যুতে এ সংখ্যা কমে ৩৯২ জনে নেমে এসেছে।
আজকালের খবর/আতে