প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ৭:৪৮ পিএম

একসময় যে এফডিসি শুটিং নিয়ে তারকায় থাকত মুখরিত, বর্তমানে চলচ্চিত্র নির্মাণ কমে যাওয়ায় সেই এফডিসি এখন আর তেমন একটা মুখরিত থাকে না। মাঝে মাঝে এফডিসি কেন্দ্রিক বিভিন্ন সংগঠনের প্রোগ্রামে কিছুটা মুখরিত হয়ে ওঠে এফডিসি। এরই ধারাবাহিকতায় বর্তমানে এফডিসি আবারও মুখরিত হয়ে উঠেছে। তবে এটা কোনো চলচ্চিত্র নির্মাণকে কেন্দ্র করে নয়।
২৮ ডিসেম্বর বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির ২০২৫-২৬ দুই বছর মেয়াদি নির্বাচনকে ঘিরে। ইতিমধ্যে প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা তাদের নির্বাচনী পোষ্টার এবং ব্যানার এফডিসিতে সাটানোসহ সোস্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার চালিয়ে যাচ্ছেন।
নির্বাচনে “যদি আপনাদের রায় পাই, চলচ্চিত্রকে জাগাতে চাই” স্লোগানে মুশফিকুর রহমান গুলজার-সাফি উদ্দিন সাফি পরিষদ এবং “পাশে আছি-পাশে ছিলাম, পাশেই থাকবো” স্লোগানে শাহীন সুমন-শাহীন কবির টুটুল পরিষদের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই নির্বাচনে মুশফিকুর রহমান গুলজার-সাফি উদ্দিন সাফি পরিষদে নির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রেমের তাজমহল খ্যাত পরিচালক গাজী মাহবুব।
এর পূর্বেও তিনি ২০০৩, ২০০৯ ও ২০১৭ সালে তিন বার কেবিনেটে নির্বাচিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
গাজী মাহবুব ১৯৮৯ সালে আহমেদ সাত্তার পরিচালিত ‘দেশ দুশমন’ ছবিতে সহকারী পরিচালক হিসাবে কর্ম শুরু করেন। পরে তিনি চিত্রপরিচালক শেখ নজরুল ইসলাম, এ জে রানা, কাজী হায়াত, চাষী নজরুল ইসলাম, গাজী জাহাঙ্গীর, শহীদুল ইসলাম খোকনের সঙ্গে সহকারী পরিচালক হিসেবে কাজ করেন। ২০০১ সালে ‘প্রেমের তাজমহল’ ছবির মাধ্যমে পরিচালক হিসেবে প্রথম পরিচালনা করেন তিনি। এ ছবিতে তিনি চিত্রনায়ক রিয়াজ ও চিত্রনায়িকা শাবনুরকে জুটি হিসেবে নেন। পরবর্তীতে গাজী মাহবুবের পরিচালনায় ‘শিরি ফরহাদ’ ও ‘আমার পৃথিবী’ ছবি মুক্তি পায়।
আসন্ন নির্বাচনে তিনি জয়ের ব্যাপারে শতভাগ আশা প্রকাশ করে বলেন ইনশাআল্লাহ, আমার বিশ্বাস সন্মানিত ভোটাররা নির্বাচনে আমাকে সমর্থন করে তাদের ভোট প্রয়োগ করবেন। একইসঙ্গে তিনি সম্প্রতি পরোলোক গমনকারী চারজন চিত্রপরিচালকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তাদের রুহের মাগফেরাত কামনায় দোয়া চান।
২৮ ডিসেম্বর শনিবার অনুষ্ঠিত নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন আবদুল লতিফ বাচ্চু, সহকারী নির্বাচন কমিশনার হিসেবে এ জে রানা ও বি এইচ নিশান। নির্বাচনে মোট ভোটার ৩৯৫ জন এর মধ্যে সম্প্রতি চিত্রপরিচালক শাহ আলম মন্ডল, আজাদী হাসানাত ফিরোজ, সিবি জামান ও বশির আহমেদ মৃত্যুবরণ করায় ৪ জন ভোটার কমেছে। নির্বাচনের দিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
আজকালের খবর/আতে