প্রকাশ: শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১, ২:০৯ পিএম
পাখিরা ঘরে ফিরে মোরগেরাওনিশিরাতে একা একা পৌর-যুবক ফিরে মাতাল
বেশ্যারাও ততক্ষণে জুয়াড়িরা একে দুয়ে
নিঃস্ব হয়ে ঘরে ফিরে, আমার ফেরা হয় না
ফিরবো কোথায় (?) নদী ঘর বেঁধেছে দূর গাঁয়ে
কৃষক মাঠে যায় ফসলের স্বপ্ন নিয়ে
সঙ্গে যায় গরু, শস্য দানার খোঁজে কবুতরের
ঝাঁক দেয় উড়াল, ব্যস্ত পথ, চঞ্চল পথিক
আমারই শুধু যাওয়া নেই কোথাও
কোথায় যাবো (?) সবগুলো পথ নদী নিয়ে গ্যাছে
আজকালের খবর/আরইউ