সোমবার ২৬ জানুয়ারি ২০২৬
এলাকার উন্নয়ন ত্বরান্বিত করতে ধানের শীষে ভোট দিন: মিন্টু
মুলতানুর রহমান মান্না,নোয়াখালী
প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ৮:৩০ পিএম

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ (দাগনভুঁইয়া-সোনাগাজী) আসনে বিএনপির প্রার্থী ও দলের ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু এলাকার উন্নয়ন ত্বরান্বিত করতে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, “আমি আপনাদেরই সন্তান। আপনারা দোয়া ও সহযোগিতা দিলে এলাকার সেবা করতে চাই।”

সোমবার (২৬ জানুয়ারি) সকালে দাগনভুঁইয়া উপজেলার রামনগর ইউনিয়নের আজিজ ফাজিলপুর গ্রামে ফেনী-মাইজদী সড়কে নির্বাচনী গণসংযোগকালে এসব কথা বলেন তিনি। এই গণসংযোগে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।

আবদুল আউয়াল মিন্টু ভোটারদের উদ্দেশ্যে বলেন, অতীতে তার বাবা ও ভাইদের নির্বাচনে জনগণ সমর্থন দিয়েছেন। এবার তিনি নিজে প্রথমবারের মতো জনগণের প্রতিনিধি হতে দাঁড়িয়েছেন এবং নির্বাচিত হলে স্বাস্থ্য, শিক্ষা ও কৃষি খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবেন। তিনি কৃষকদের বন্ধু হিসেবে উল্লেখ করে বলেন, তাদের জীবনমান উন্নয়নে তিনি বদ্ধপরিকর।

তিনি আরও বলেন, নির্বাচিত হলে প্রতিটি সমাজ থেকে মাদক, চাঁদাবাজি, সন্ত্রাস ও অস্ত্রবাজদের কঠোরভাবে প্রতিহত করা হবে। তিনি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে একটি সুন্দর ও সুশৃঙ্খল মডেল আসন উপহার দিতে চান।

গণসংযোগকালে আবদুল আউয়াল মিন্টু ও তার প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত প্রার্থী ফখরুদ্দিন মানিকের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সাক্ষাৎ ঘটে। মিন্টু এগিয়ে গিয়ে মানিককে বুকে জড়িয়ে ‘ভাই ভাই’ সম্বোধন করেন এবং নির্বাচনী মাঠে সহযোগিতার আশ্বাস দেন।

সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন দাগনভুঁইয়া উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আকবর হোসেন, থানা যুবদলের সভাপতি কবির আহ্মেদ ডিপলু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন টিংকু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন ও স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। দিনব্যাপী তিনি রামনগর ও সিন্দুরপুর ইউনিয়নের প্রায় ২০টি স্থানে পথসভা ও গণসংযোগ সম্পন্ন করেন।





আজকালের খবর/কাওছার








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
বইমেলায় স্টল ভাড়া কমানোর সিদ্ধান্ত
আমরা একটা ন্যায়ের রাষ্ট্র গঠন করবো: আব্দুল আজিজ মাক্কী
এলাকার উন্নয়ন ত্বরান্বিত করতে ধানের শীষে ভোট দিন: মিন্টু
ভারত বাংলাদেশের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে : অনিরুদ্ধ দাস
ভারতকে ‘ভালো প্রতিবেশী ও বন্ধু’ বললেন শি জিনপিং
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
গোপালগঞ্জে কারাবন্দি বাবাকে বিজয়ী করতে মাঠে ১৬ বছর বয়সী ছেলে খাইরুল
বাউফলে অগ্নিকান্ডে পুড়ে ছাই ১০ ব্যবসা প্রতিষ্ঠান
ঝালকাঠিতে নিলুফা হত্যাকাণ্ডের বিচার দাবিতে মানববন্ধন
বিএনপির প্রার্থী মঞ্জুরুলের আপিলের শুনানি ২৮ জানুয়ারি
চান্দিনায় স্বতন্ত্র প্রার্থী শাওনের প্রচারণা ও গণসংযোগ
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft