প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ৫:৪৭ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে কুমিল্লার চান্দিনায় ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে কলস প্রতীকে ভোট চাইছেন বিএনপির বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী আতিকুল আলম শাওন। সোমবার (২৬ জানুয়ারি) বিকালে চান্দিনা পৌরসভার ৩ নং ওয়ার্ড হারং গ্রামে বাড়ি বাড়ি গিয়ে কলস প্রতীকের লিফলেট বিতরণ করে ভোট প্রার্থনা করেন তিনি।
এসময় উপস্থিত নেতাকর্মী ও সমর্থকরা কলস প্রতীকের মিছিল করেন।
প্রচারণায় উপস্থিত ছিলেন- চান্দিনা পৌর বিএনপির সহ-সভাপতি সহিদুজ্জামান সরকার, সাবেক কাউন্সিলর শাহজাহান সরকার, হারুন অর রশিদ, উপজেলা ছাত্রদল সাবেক সভাপতি কাইয়ুম খাঁন, যুবদল নেতা ফরহাদ করিম, মনির খান, উপজেলা ছাত্রদল আহবায়ক শরীফ খাঁন, পৌর ছাত্রদল আহবায়ক মাহবুবুল আলম দোলন প্রমুখ।