সোমবার ২৬ জানুয়ারি ২০২৬
ডিমলায় পার্টনার প্রকল্পের আওতায় কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
জসিম উদ্দিন নাগর (ডিমলা) নীলফামারী
প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ৭:৩৫ পিএম
নীলফামারী ডিমলায় পার্টনার প্রকল্পের আওতায় কৃষকদের দক্ষতা বৃদ্ধি ও আধুনিক কৃষি ব্যবস্থাপনা সম্পর্কে সচেতন করতে দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) দিনব্যাপী ডিমলা উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত মোট ৬০ জন কৃষক অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপপরিচালক (উদ্যান)। এছাড়াও উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা কৃষি অফিসার (কৃষিবিদ) মীর হাসান আল বান্না, এবং কৃষি সম্প্রসারণ অফিসারসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

প্রশিক্ষণে কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার, উন্নত জাতের ফসল চাষ, নিরাপদ খাদ্য উৎপাদন, সঠিক সার ও কীটনাশক ব্যবস্থাপনা এবং জলবায়ু সহনশীল কৃষি পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি রপ্তানিমুখী কৃষি বাস্তবায়নের লক্ষ্যে ফসলের মান উন্নয়ন, বাজারজাতকরণ ও সংরক্ষণ পদ্ধতি নিয়েও কৃষকদের দিকনির্দেশনা প্রদান করা হয়।

আলোচনায় বক্তারা বলেন, আধুনিক ও লাভজনক কৃষি ব্যবস্থার মাধ্যমে কৃষকদের আয় বৃদ্ধি করা সম্ভব। পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের প্রশিক্ষণ ও সহায়তা প্রদান অব্যাহত থাকলে কৃষি উৎপাদনে নতুন দিগন্ত উন্মোচিত হবে। তারা কৃষকদের প্রশিক্ষণলব্ধ জ্ঞান মাঠপর্যায়ে প্রয়োগ করার আহ্বান জানান।

দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচি কৃষকদের মাঝে ব্যাপক উৎসাহ ও আগ্রহ সৃষ্টি করে এবং কৃষকরা ভবিষ্যতে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম আরও জোরদার করার দাবি জানান।



আজকালের খবর/কাওছার








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
বইমেলায় স্টল ভাড়া কমানোর সিদ্ধান্ত
আমরা একটা ন্যায়ের রাষ্ট্র গঠন করবো: আব্দুল আজিজ মাক্কী
এলাকার উন্নয়ন ত্বরান্বিত করতে ধানের শীষে ভোট দিন: মিন্টু
ভারত বাংলাদেশের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে : অনিরুদ্ধ দাস
ভারতকে ‘ভালো প্রতিবেশী ও বন্ধু’ বললেন শি জিনপিং
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
গোপালগঞ্জে কারাবন্দি বাবাকে বিজয়ী করতে মাঠে ১৬ বছর বয়সী ছেলে খাইরুল
বাউফলে অগ্নিকান্ডে পুড়ে ছাই ১০ ব্যবসা প্রতিষ্ঠান
ঝালকাঠিতে নিলুফা হত্যাকাণ্ডের বিচার দাবিতে মানববন্ধন
বিএনপির প্রার্থী মঞ্জুরুলের আপিলের শুনানি ২৮ জানুয়ারি
পাকিস্তানকে বিশ্বকাপে অংশগ্রহণের অনুমতি দিচ্ছে না সরকার
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft