সোমবার ২৬ জানুয়ারি ২০২৬
বাউফলে অগ্নিকান্ডে পুড়ে ছাই ১০ ব্যবসা প্রতিষ্ঠান
মো. ফোরকান, বাউফল, পটুয়াখালী
প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ৬:০৬ পিএম

পটুয়াখালীর বাউফলে রাতের আঁধারে অগ্নিকান্ডে ১০টি দোকান পুড়ে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

শনিবার (২৪ জানুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার কালিশুরী ইউনিয়নের রাজাপুর হিজবুল্লাহ্ বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। 

ভুক্তভোগী ব্যবসায়ী মোশাররফ হোসেন জানান, ঘটনার দিন রাত ৯ টার দিকে দোকান বন্ধ করে আমি বাড়িতে গিয়ে প্রতিদিনের মতো খাবার খেয়ে ঘুমিয়ে যাই। রাত আনুমানিক ১১ টার দিকে বাজার থেকে মানুষের ডাক- চিৎকার শুনে ঘুম থেকে উঠে দৌড়ে বাজারে গিয়ে দেখি আগুনে আমার ব্যবসা প্রতিষ্ঠান সব পুড়ে ছাই হয়ে গেছে। এলাকাবাসী আগুন নিভানোর অনেক চেষ্টা করেও আগুন নিভানো সম্ভব হয়নি। একপর্যায়ে ফায়ার সার্ভিস স্টেশনে ফোন দিলে তারা আসার আগেই সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। 

তিনি আরও বলেন, ১০টি দোকানের মধ্যে আমার দুটো। একটিতে ছিল বিকাশ ও নগদের টাকা, মনোহরি মালামাল, জুতা সহ ভ্যারাইটিজ আইটেম এবং অন্যটিতে ছিল মোদি- মননোহরী সহ অন্যান্য মালামাল। এতে আমার প্রায় ৮ থেকে ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 

আশা, ব্র্যাক ও উদ্দীপন এনজিও অফিস থেকে লোন নিয়ে ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করিয়েছি, এখন আমি পথে বসে গেছি আমার আর কোন উপায় নেই। আমি কিভাবে কিস্তি এবং সংসার চালাবো।

অন্য এক ভুক্তভোগী নজরুল ইসলাম খান বলেন, আমি এই বাজারে দীর্ঘদিন ধরে মুদি, মনোহরি ও চায়ের দোকান করে আসছি। আমার দোকানে প্রায় ৩-৪ লাখ টাকার মালামাল রাখা ছিল। কোনো মালামাল রক্ষা করতে পারি নাই আমার ভিক্ষা করা ছাড়া কোনো উপায় নেই।

এছাড়াও ব্যবসায়িক মোঃ ইমন আকনের ছিল চাউলের গোডাউন, ব্যবসায়িক সাহেব আলী ফকিরের কৃষি যন্ত্রপাতি দোকানসহ বাজারে বিএনপির ৯নং ওয়ার্ড কার্যালয়টিও অগ্নিকান্ডে পুড়ে ছাই হয়ে গেছে।

মার্কেটের মালিক মনসুর আহমেদ প্রভাষক (অবঃ) কান্না জড়িত কন্ঠে বলেন, আমি পেনশনের টাকায় মার্কেটটি করেছি।শেষ বয়সে এটা নিয়ে জীবন কাটাবো। কিন্তু আমার সমস্ত কিছু শেষ হয়ে গেলো। আমি নিরুপায় হয়ে গেছি। 

এ ঘটনায় বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সালেহ আহমেদ জানান, ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারি সহায়তা ২০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে এবং নগদ অর্থ সহায়তা ও ঢেউটিন সহ অনন্য যা আছে ক্ষতিগ্রস্তদের দেওয়া হবে।

আজকালের খবর/কাওছার








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
ভারতকে ‘ভালো প্রতিবেশী ও বন্ধু’ বললেন শি জিনপিং
নতুন বছরের প্রথম ২৫ দিনে রেমিট্যান্স এলো ২৬২ কোটি ডলার
আমরা রাজনীতিতে এসেছি মানুষের সেবা করতে: ড. মঈন খান
ব্যালটের মাধ্যমেই অনিয়মের জবাব দেবে জনগণ: আমিনুল
ডিমলায় পার্টনার প্রকল্পের আওতায় কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
গোপালগঞ্জে কারাবন্দি বাবাকে বিজয়ী করতে মাঠে ১৬ বছর বয়সী ছেলে খাইরুল
বাউফলে অগ্নিকান্ডে পুড়ে ছাই ১০ ব্যবসা প্রতিষ্ঠান
ঝালকাঠিতে নিলুফা হত্যাকাণ্ডের বিচার দাবিতে মানববন্ধন
বিএনপির প্রার্থী মঞ্জুরুলের আপিলের শুনানি ২৮ জানুয়ারি
পাকিস্তানকে বিশ্বকাপে অংশগ্রহণের অনুমতি দিচ্ছে না সরকার
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft