আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্যাপক প্রচার-প্রচারণা, গণসংযোগ, পথসভা ও নির্বাচনী সভা করছেন ব্রাহ্মণবাড়িয়া-৩-(সদর-বিজয়নগরের ৮ ইউনিয়ন) আসনের বিএনপি মনোনীত প্রার্থী, জেলা বিএনপির সভাপতি ও বিএনপির নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল।
সোমবার (২৬ জানুয়ারি) দিনব্যাপী সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চাঁন্দপুর, কাছাইট, আটলা, হাটখোলা, চিনাইর, চাপুইর, উড়শিউড়াসহ মাছিহাতা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ ও নির্বাচনী পথসভায় যোগ দেন তিনি।
এ সময় তিনি ভোটারদের সাথে কুশলাদি বিনিময় করেন ও নির্বাচিত হতে পারলে এলাকার উন্নয়নে কাজ করবেন বলে প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, ধানের শীষ মার্কা জয়ী হলে দেশে ব্যাপক উন্নয়ন হবে।
তিনি বলেন, আপনাদের ভোটে আমি নির্বাচিত হতে পারলে এলাকার গুরুত্বপূর্ণ রাস্তা ভাতশালা হয়ে শহরের ভাদুঘর পর্যন্ত রাস্তাটি কাজ করবেন এবং এলাকার সমস্ত রাস্তাঘাট সংস্কার করবেন।
এ সময় প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, মাছিহাতা আমার ইউনিয়ন। আমি আপনাদের সন্তান। আপনারা আমার নিজের লোক। আমার উপর আপনাদের যেমন দাবি আছে, আপনাদের উপরও আমার দাবি আছে। এলাকার সন্তান হিসেবে আপনারা আমাকে ধানের শীষ মার্কায় ভোট দিবেন।
গণসংযোগকালে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম সিরাজ, সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজম, যুগ্ম সাধারণ সম্পাদক মইনুল হোসেন চপল, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন আহমেদসহ মাছিহাতা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
আজকালের খবর/কাওছার