কক্সবাজারের টেকনাফে একটি বাড়ির ছাদের গোপন কুঠুরিতে অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এসময় নুর ফয়েজ (৩২) নামের এক মাদক কারবারিকে আটক করেছে বিজিবি।
আটক ব্যক্তি- টেকনাফ সদরের খানকার ডেইল এলাকার বাসিন্দা সৈয়দ আলমের ছেলে নুর ফয়েজ (৩২)।
মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেল ৪টার দিকে টেকনাফ সদরের খানকার ডেইল এলাকার আটক ব্যক্তির বাড়িতে
অভিযান পরিচালনা করে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
এদিকে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি আটককৃত ব্যক্তির বাড়িতে বিপুল পরিমাণ ইয়াবা মজুদ রয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে উল্লিখিত বাড়িতে অভিযান চালানো হয়। এক পর্যায়ে ফয়েজের বাড়ির ছাদের কুঠুরি থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়।
পরে অভিযানস্থল থেকে নুর ফয়েজকে আটক করা হয়। তবে মাদক পাচারকারী চক্রের মধ্যস্থতাকারী মোহাম্মদ শফিকসহ অজ্ঞাতনামা ১–২ জন ব্যক্তি পালিয়ে যায়।
তিনি আরও জানান, এ ঘটনায় মুসা আলমের ছেলে মোহাম্মদ শফিক (২৫) কে পলাতক আসামি করা হয়।
অভিযানস্থল থেকে ২০ হাজার পিস ইয়াবা, একটি মোবাইল ফোন ও একটি চাপাতি জব্দ করা হয়েছে।
পাশাপাশি আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে টেকনাফ থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।
আজকালের খবর/ এমকে