বুধবার ১৯ নভেম্বর ২০২৫
টেকনাফে ইয়াবাসহ কারবারি আটক
ফারুকুর রাহমান, টেকনাফ
প্রকাশ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ১২:০৬ পিএম
কক্সবাজারের টেকনাফে একটি বাড়ির ছাদের গোপন কুঠুরিতে অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এসময় নুর ফয়েজ (৩২) নামের এক মাদক কারবারিকে আটক করেছে বিজিবি।

আটক ব্যক্তি- টেকনাফ সদরের খানকার ডেইল এলাকার বাসিন্দা সৈয়দ আলমের ছেলে নুর ফয়েজ (৩২)।

মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেল ৪টার দিকে টেকনাফ সদরের খানকার ডেইল এলাকার আটক ব্যক্তির বাড়িতে
অভিযান পরিচালনা করে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

এদিকে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি আটককৃত ব্যক্তির বাড়িতে বিপুল পরিমাণ ইয়াবা মজুদ রয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে উল্লিখিত বাড়িতে অভিযান চালানো হয়। এক পর্যায়ে ফয়েজের বাড়ির ছাদের কুঠুরি থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়।

পরে অভিযানস্থল থেকে নুর ফয়েজকে আটক করা হয়। তবে মাদক পাচারকারী চক্রের মধ্যস্থতাকারী মোহাম্মদ শফিকসহ অজ্ঞাতনামা ১–২ জন ব্যক্তি পালিয়ে যায়। 

তিনি আরও জানান, এ ঘটনায় মুসা আলমের ছেলে মোহাম্মদ শফিক (২৫) কে পলাতক আসামি করা হয়।
অভিযানস্থল থেকে ২০ হাজার পিস ইয়াবা, একটি মোবাইল ফোন ও একটি চাপাতি জব্দ করা হয়েছে। 

পাশাপাশি আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে টেকনাফ থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

আজকালের খবর/ এমকে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
সাংবাদিক সোহেলকে ডিবির জিজ্ঞাসাবাদে আমার সংশ্লিষ্টতা নেই: ফয়েজ তৈয়্যব
তফসিলের পর একযোগে সব ডিসি-এসপির রদবদল চায় জামায়াত
ময়মনসিংহে ট্রেনে দুর্বৃত্তদের আগুন
বিজয় দিবসে অস্থিরতার আশঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
নির্বাচন শান্তিপূর্ণ করতে সেনাবাহিনীর সহায়তা প্রয়োজন: প্রধান উপদেষ্টা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
২২ বছর পর ভারতকে হারালো বাংলাদেশ
টেকনাফে নোনাজলের থাবা, পানি সংকটে উপকূলবাসী
‘শেখ হাসিনা-কামালকে ফেরাতে ভারতের কাছে পাঠানোর চিঠি প্রস্তুত হচ্ছে’
তারেক রহমানের জন্মদিন নিয়ে বিএনপির বিশেষ নির্দেশনা
স্মৃতির পাতায় বাংলাদেশ-ভারতের লড়াই
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft