প্রকাশ: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ৭:০৫ পিএম

পৌরসভার নওখণ্ডা এলাকায় গভীর রাতে অস্ত্র নিয়ে শক্তির মহড়া ও জনমনে ত্রাস সৃষ্টির অভিযোগে ছাত্রলীগ কর্মীসহ ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় আরও দু’জন পালিয়ে যায়।
মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে, সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সদর থানা পুলিশ বিশেষ এ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, নওখণ্ডা এলাকার একটি পাকা সড়কের ওপর দাঁড়িয়ে একদল যুবক অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছিল। খবর পেয়ে টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ১৪ জনকে আটক করা হয় এবং দু’জন পালিয়ে যায়। গ্রেপ্তারদের দুইজনের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল এবং একটি স্টেইনলেস স্টিলের ব্যাটন উদ্ধার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- মো. আকাশ (২০), মো. রাহল (১৯), মোঃ. রায়হান (১৯), মো. কামরুল ইসলাম রাকিব (৩৬), মো. সাইফুল ইসলাম (৪১), ডালিম আহমেদ (৩৫), আ. সোহরাব (৩০), রাসেল (৩৮), মো. রুবেল হোসেন (৪২), মো. আমিনুল ইসলাম (৩৬), জুয়েল রানা (৩৪), মো. শামীম (৩৮), মো. নাইম জামান (৩৮) ও ওমর ফারুক (৩৫)। এদের মধ্যে মো. নাইম জামান মানিকগঞ্জ পৌর ছাত্রলীগের সক্রিয় সদস্য।
পুলিশের জিজ্ঞাসাবাদে তারা জানায়, স্থানীয়ভাবে বালু ভরাট নিয়ে চলমান বিরোধকে কেন্দ্র করে প্রভাবশালী দু’জনের প্ররোচনায় তারা একত্রিত হয়ে অস্ত্রসহ শক্তির প্রদর্শন করছিল।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, রাতে টহল পরিচালনার সময় সন্দেহজনক গতিবিধি দেখে তাদের তল্লাশি করা হয়। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়। পরে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অভিযোগে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং পালিয়ে যাওয়া দুইজনকে শনাক্তের চেষ্টা চলছে।
ঘটনার পর তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে দ্রুত বিচার আইনে মামলা রুজু করে মঙ্গলবার সকালেই তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
আজকালের খবর/বিএস