বুধবার ১৯ নভেম্বর ২০২৫
শাহরিক শুধু মিরকাদিম পৌরসভার নয়, গোটা বাংলাদেশের গর্ব: আবিদুল ইসলাম
মো. আমির হোসেন, মুন্সীগঞ্জ
প্রকাশ: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ৫:৫০ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ডাকসু নির্বাচনে ভিপি পদে পরাজিত প্রার্থী আবিদুল ইসলাম খান বলেছেন, ট্রাইব্যুনালের রায় ঘোষণার সময় তার চোখের সামনে ভেসে উঠছিল শহীদ বন্ধু ও সহযোদ্ধাদের শেষ মুহূর্তের স্মৃতি। 

মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে মুন্সীগঞ্জের মিরকাদিমে শহীদ ছাত্রনেতা মানিক মিয়া শাহরিক চৌধুরীর কবর জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আবিদুল ইসলাম খান বলেন, গতকাল ট্রাইব্যুনালে রায় ঘোষণা করা হচ্ছিল, আমি সেখানে উপস্থিত ছিলাম। প্রতিটি শব্দই আমাকে ফিরিয়ে নিচ্ছিল আগস্টের সেই ভয়াবহ মুহূর্তে। চানখাঁরপুলে আমরা একসঙ্গে ছিলাম। শাহরিক ঠিক আমার খুব কাছেই ছিল। স্নাইপারের গুলিতে সে প্রাণ হারায়। আমার চোখের সামনেই শাহরিক, আনাসসহ প্রায় ছয়জন শহীদ হন। তাই রায়ে যখন তাদের নাম উচ্চারণ হচ্ছিল, মনে হচ্ছিল—সেই তালিকায় আমার নামও থাকতে পারত।

তিনি আরও বলেন, আজ শাহরিকের কবর জিয়ারত করে মনে হয়েছে শহীদদের আত্মত্যাগ বৃথা যায়নি। রায়ে তাদের হত্যার বিচার প্রতিফলিত হয়েছে। এটি গোটা জাতির জন্য একটি শিক্ষা—যেন ভবিষ্যতে আর কেউ ফ্যাসিস্ট শাসন কায়েম করতে না পারে। আমরা নিজেরাও যেন ভুল না করি।

শহীদ শাহরিকদের অবদান স্মরণ করে আবিদুল ইসলাম বলেন, শাহরিক শুধু মিরকাদিম পৌরসভার নয়, গোটা বাংলাদেশের গর্ব। রাষ্ট্রের সুশাসন প্রতিষ্ঠার লড়াইয়ে জীবন বিলিয়ে দেওয়া এই শহীদদের তরুণ প্রজন্ম যুগ যুগ ধরে মনে রাখবে। সেই স্পৃহা নিয়েই আমরা সামনে এগিয়ে যাব।

আওয়ামী লীগের রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশে আওয়ামী লীগের পতন চূড়ান্ত। তারা যতই মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করুক—এই দেশে তাদের আর রাজনৈতিক উত্থানের সুযোগ নেই। বিচ্ছিন্ন ঘটনা ঘটিয়ে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করলেও জনগণ তা প্রত্যাখ্যান করবে।

আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। আমরা নির্বাচনমুখী দল। ভোটাধিকার ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে দীর্ঘদিন আন্দোলন করেছি। গণঅভ্যুত্থানের ভিত্তিও ছিল এই ভোটাধিকার পুনরুদ্ধারের সংগ্রাম।

এ সময় উপস্থিত ছিলেন- মিরকাদিম পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দিন আহাম্মেদ, সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান, ১ নং ওয়ার্ডের সভাপতি আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক খাকান হোসেন, শহীদ মানিক মিয়া চৌধুরীর বাবা মো. আনিছ চৌধুরী, মুন্সীগঞ্জ শহর ছাত্রদলের আহ্বায়ক রোমান, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আব্দুল্লাহ আদর, আহ্বায়ক সদস্য আনাস হাসান তিলক, সরকারি হরগঙ্গা কলেজ ছাত্রদলের আহ্বায়ক মোঃ হৃদয়, যুগ্ম আহ্বায়ক আল তারিফ, জেলা ছাত্রদলের সাবেক সদস্য আবু রুইয়াম, পৌরসভার যুগ্ম আহ্বায়ক তাহমিনুর রশীদ এবং বজ্রযোগনী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মহসীন, সরকারি হরগঙ্গা কলেজ শাখা যুব রেড ক্রিসেন্টের দলনেতা সাজ্জাদ হোসেন আপনসহ আরো অনেকে।

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
মিস ইউনিভার্সে জামদানিতে মিথিলা
শেখ হাসিনার রায় ঘিরে দেশে কোনো অস্থিরতা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
টেকনাফে ইয়াবাসহ কারবারি আটক
মুশফিকের শততম টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
সুষ্ঠু নির্বাচন করতে ইসি ওয়াদাবদ্ধ : সিইসি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
২২ বছর পর ভারতকে হারালো বাংলাদেশ
শেখ হাসিনার ফাঁসির রায়ে জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনের প্রতিক্রিয়া
টেকনাফে নোনাজলের থাবা, পানি সংকটে উপকূলবাসী
‘শেখ হাসিনা-কামালকে ফেরাতে ভারতের কাছে পাঠানোর চিঠি প্রস্তুত হচ্ছে’
মাগুরার মহম্মদপুরে গ্রামীণ ব্যাংকে দুর্বৃত্তের আগুন
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft