মো. আমির হোসেন, মুন্সীগঞ্জ

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ডাকসু নির্বাচনে ভিপি পদে পরাজিত প্রার্থী আবিদুল ইসলাম খান বলেছেন, ট্রাইব্যুনালের রায় ঘোষণার সময় তার চোখের সামনে ভেসে উঠছিল শহীদ বন্ধু ও সহযোদ্ধাদের শেষ মুহূর্তের স্মৃতি।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে মুন্সীগঞ্জের মিরকাদিমে শহীদ ছাত্রনেতা মানিক মিয়া শাহরিক চৌধুরীর কবর জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
আবিদুল ইসলাম খান বলেন, গতকাল ট্রাইব্যুনালে রায় ঘোষণা করা হচ্ছিল, আমি সেখানে উপস্থিত ছিলাম। প্রতিটি শব্দই আমাকে ফিরিয়ে নিচ্ছিল আগস্টের সেই ভয়াবহ মুহূর্তে। চানখাঁরপুলে আমরা একসঙ্গে ছিলাম। শাহরিক ঠিক আমার খুব কাছেই ছিল। স্নাইপারের গুলিতে সে প্রাণ হারায়। আমার চোখের সামনেই শাহরিক, আনাসসহ প্রায় ছয়জন শহীদ হন। তাই রায়ে যখন তাদের নাম উচ্চারণ হচ্ছিল, মনে হচ্ছিল—সেই তালিকায় আমার নামও থাকতে পারত।
তিনি আরও বলেন, আজ শাহরিকের কবর জিয়ারত করে মনে হয়েছে শহীদদের আত্মত্যাগ বৃথা যায়নি। রায়ে তাদের হত্যার বিচার প্রতিফলিত হয়েছে। এটি গোটা জাতির জন্য একটি শিক্ষা—যেন ভবিষ্যতে আর কেউ ফ্যাসিস্ট শাসন কায়েম করতে না পারে। আমরা নিজেরাও যেন ভুল না করি।
শহীদ শাহরিকদের অবদান স্মরণ করে আবিদুল ইসলাম বলেন, শাহরিক শুধু মিরকাদিম পৌরসভার নয়, গোটা বাংলাদেশের গর্ব। রাষ্ট্রের সুশাসন প্রতিষ্ঠার লড়াইয়ে জীবন বিলিয়ে দেওয়া এই শহীদদের তরুণ প্রজন্ম যুগ যুগ ধরে মনে রাখবে। সেই স্পৃহা নিয়েই আমরা সামনে এগিয়ে যাব।
আওয়ামী লীগের রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশে আওয়ামী লীগের পতন চূড়ান্ত। তারা যতই মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করুক—এই দেশে তাদের আর রাজনৈতিক উত্থানের সুযোগ নেই। বিচ্ছিন্ন ঘটনা ঘটিয়ে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করলেও জনগণ তা প্রত্যাখ্যান করবে।
আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। আমরা নির্বাচনমুখী দল। ভোটাধিকার ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে দীর্ঘদিন আন্দোলন করেছি। গণঅভ্যুত্থানের ভিত্তিও ছিল এই ভোটাধিকার পুনরুদ্ধারের সংগ্রাম।
এ সময় উপস্থিত ছিলেন- মিরকাদিম পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দিন আহাম্মেদ, সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান, ১ নং ওয়ার্ডের সভাপতি আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক খাকান হোসেন, শহীদ মানিক মিয়া চৌধুরীর বাবা মো. আনিছ চৌধুরী, মুন্সীগঞ্জ শহর ছাত্রদলের আহ্বায়ক রোমান, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আব্দুল্লাহ আদর, আহ্বায়ক সদস্য আনাস হাসান তিলক, সরকারি হরগঙ্গা কলেজ ছাত্রদলের আহ্বায়ক মোঃ হৃদয়, যুগ্ম আহ্বায়ক আল তারিফ, জেলা ছাত্রদলের সাবেক সদস্য আবু রুইয়াম, পৌরসভার যুগ্ম আহ্বায়ক তাহমিনুর রশীদ এবং বজ্রযোগনী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মহসীন, সরকারি হরগঙ্গা কলেজ শাখা যুব রেড ক্রিসেন্টের দলনেতা সাজ্জাদ হোসেন আপনসহ আরো অনেকে।
আজকালের খবর/বিএস