কলম্বো সিকিউরিটি কনক্লেভের (সিএসসি) জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সম্মেলনে অংশ নিতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের দিল্লি যাওয়ার কথা ছিল বুধবার। তবে পরিকল্পনা পরিবর্তন করে তিনি এক দিন আগেইজ মঙ্গলবার (১৮ নভেম্বর) ভারতের রাজধানীতে পৌঁছেছেন।
ভারতের একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, খলিলুর রহমান সন্ধ্যা সাড়ে ছয়টার পর ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। সেখানে ভারতের জাতীয় নিরাপত্তা পরিষদ সচিবালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা তাকে স্বাগত জানান।
ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্রগুলো জানায়, সিএসসির জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সপ্তম সম্মেলন আগামী বৃহস্পতিবার (২০ নভেম্বর) হায়দরাবাদ হাউসে অনুষ্ঠিত হবে। সকালে মূল সম্মেলন শুরু হবে, মধ্যাহ্নভোজের পর অধিবেশন শেষ হবে, একই দিন বিকেলে খলিলুর রহমানের ঢাকায় ফেরার কথা রয়েছে।
মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দেওয়ার পর দিল্লিতে আশ্রয় নেওয়া তাকে ফেরত পাঠাতে বাংলাদেশ ইতোমধ্যে ভারতকে অনুরোধ জানিয়েছে।
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ করে ভারতকে চিঠি পাঠানো হচ্ছে। এমন প্রেক্ষাপটে দিল্লিতে অবস্থানকালে খলিলুর রহমানের সঙ্গে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের আলোচনা দুই দেশের সম্পর্ককে ঘিরে নতুন আগ্রহ তৈরি করেছে।
অজিত দোভাল গত মাসে আনুষ্ঠানিকভাবে খলিলুর রহমানকে সিএসসি সম্মেলনে আমন্ত্রণ জানান। অন্তর্বর্তী সরকারের এক বছরের বেশি সময়ে এ নিয়ে মাত্র দুই উপদেষ্টার ভারত সফর হচ্ছে। এর আগে এ বছরের ফেব্রুয়ারিতে ইন্ডিয়া এনার্জি উইকে যোগ দিতে জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ভারত সফর করেন।
সূত্র: প্রথম আলো
আজকালের খবর/ এমকে