শনিবার ১৫ নভেম্বর ২০২৫
নির্বাচিত হলে এলাকার সন্ত্রাস নির্মূল করা হবে: আবদুল মান্নান
মোজাম্মেল চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ৬:২৭ পিএম
মন জয় করতে মনোনয়নবঞ্চিতদের বাড়ি বাড়ি গেছেন ব্রাহ্মণবাড়িয়া-৫-(নবীনগর) আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাবেক আহবায়ক অ্যাডভোকেট আবদুল মান্নান। এ সময় তিনি ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে সকলের সহযোগিতা কামনা করেন।

মঙ্গলবার (১১ নভেম্বর) বেলা ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা জানান।

এ সময় আবদুল মান্নান বলেন, আমি জেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সদস্য, দুইবার নবীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, দুইবার নবীনগর উপজেলা বিএনপির সভাপতি, দুইবার জেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা বিএনপির আহবায়কের দায়িত্ব পালন করেছি। বর্তমানে নবীনগর উপজেলা বিএনপির দায়িত্ব পালন করছি। এছাড়া দুইবার জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক, একবার সভাপতি ছিলাম। বর্তমানে জেলা আইনজীবী ফোরামের সভাপতির দায়িত্ব পালন করছি।

তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দল আমাকে ব্রাহ্মণবাড়িয়া-৫-(নবীনগর) আসনে মনোনয়ন দিয়েছেন। তিনি বলেন, বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল। এই আসনে দল থেকে অনেকেই মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তারা সবাই যোগ্য প্রার্থী। দল আমাকে মনোনয়ন দিয়েছে। মনোনয়ন পাওয়ার পর  তাদের ‘মন জয়’ করতে আমি তাদের সবার বাড়িতে গেছি। তাদের সাথে কথা বলেছি। তাদের সমর্থন-সহযোগীতা প্রত্যাশা করেছি। তাদেরকে বলেছি আসুন সবাই মিলে এক হয়ে এবারের নির্বাচনটা করি।

প্রার্থী বদলের দাবি জানিয়ে নবীনগরে হওয়া আন্দোলন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, কিছু ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। এখন আর এসব নেই। আমি আশা করি সবাই দলের হয়ে কাজ করবেন।

আবদুল মান্নান বলেন, ‘সামনে সংসদ নির্বাচন। আশা করি নবীনগরের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটাতে প্রশাসন কাজ করবে। আমি নির্বাচিত হলে এলাকার সন্ত্রাস নির্মূল, বালু দস্যু, ভ‚মি খেকোদের বিরুদ্ধে ব্যবস্থা নিবো। এলাকার যোগাযোগ ব্যবস্থাসহ অন্যান্য উন্নয়নে কাজ করবো। সকলকে নিয়ে একটি আধুনিক নবীনগর গড়ে তুলতে চাই আমি। যুব সমাজকে কর্মমুখী করে বেকারত্ব দূরীকরণে কাজ করবো।

মতবিনিময়কালে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিম, ত্রান ও পুনর্বাসন সম্পাদক মো. কাউছার, সদস্য মাসুদুল ইসলাম মাসুদ, নবীনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন, নবীনগর উপজেলা বিএনপির ত্রান ও পুনর্বাসন সম্পাদক মো. পল্টু, জেলা যুবদলের সহ-সভাপতি তাজুল ইসলাম বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক রুমেল উদ্দিন আহমেদ,  জেলা জাসাসের সদস্য সচিব বায়েজিদ আহমেদ হেলাল, জেলা ছাত্রদলের আহবায়ক শাহীনূর রহমান, জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক মোখলেছুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। 

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
জুলাই সনদ বাস্তবায়ন আদেশে অনেক বিষয়ে অস্পষ্টতা খেয়াল করেছি: আখতার
পরকীয়ার জেরে লাশ কেটে ২৬ খণ্ড: নিহতের বন্ধু গ্রেপ্তার
মৃত্যুদণ্ড থেকে ফিরে নির্বাচন করব স্বপ্নেও ভাবিনি : বাবর
৪৮ ঘণ্টার আল্টিমেটাম: দাবি না মানলে বসবে না নিম্ন আদালত
ভারত সফরে যাচ্ছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
শেখ হাসিনার সর্বোচ্চ সাজার প্রত্যাশা চিফ প্রসিকিউটরের
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন
কার্যক্রম স্থগিত থাকায় আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না
আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিতে ঢাকার সর্বশেষ পরিস্থিতি
পদ্মা সেতুর সামনে এক্সপ্রেসওয়ে অবরোধ করে ট্রাকে আগুন, ককটেল বিস্ফোরণ
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft