মঙ্গলবার ২১ অক্টোবর ২০২৫
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন, বৈঠকেও মিলছে না সুরাহা
চিলাহাটি (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫, ৫:০৬ পিএম
নীলফামারী জেলার কেতকীবাড়ী ইউনিয়নের বোতলগঞ্জ এলাকায় প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে গত ৪ দিন ধরে অনশন চালিয়ে যাচ্ছেন এক কলেজ ছাত্রী। প্রেমিকা অভিযোগ করেছেন- প্রেমিক প্রতিশ্রুতি ভঙ্গ করায় তিনি বাধ্য হয়ে এ কঠিন পদক্ষেপ নিয়েছেন। তবে এতদিনেও কোনো সমাধান না হওয়ায় এলাকাবাসীর মাঝে উত্তেজনা ও উদ্বেগ বিরাজ করছে।

জানা গেছে, বোতলগঞ্জ এলাকার মোশারফ হোসেনের ছেলে আবু আলম একই এলাকার মমিনুল ইসলাম (ছদ্মনাম) এর কলেজপড়ুয়া ছাত্রী মাফিয়া বেগমের (ছদ্মনাম) সঙ্গে গত ৪ বছর ধরে প্রেমের সম্পর্ক চলছিল। সম্পর্ক ঘিরে একাধিকবার উভয় পরিবারের মধ্যে আপোস-মীমাংসাও হয়। এক পর্যায়ে মেয়ের বাবা স্বীকার করেন এই আপোসের প্রেক্ষিতে ছেলেপক্ষ প্রায় দুই লাখ টাকা দিয়েছে।

মেয়েটির অভিযোগ, আপোস-মীমাংসার পরেও আবু আলম আমাকে উত্যক্ত করতো। তার চাপে পড়ে একপর্যায়ে আমি বিষপান করি। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমাকে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে পুনরায় তাদের যোগাযোগ শুরু হয়। গত ১৭ অক্টোবর রাতে আবু আলম তাকে নিজের বাড়িতে আসার জন্য ডেকে নেয় বলে মেয়েটি দাবি করেন। এরপর থেকেই তিনি বিয়ের দাবিতে ওই বাড়িতেই অবস্থান করছেন।

এদিকে, টানা ৪ দিন পার হলেও কোনো সুরাহা হয়নি। স্থানীয়ভাবে একাধিকবার বৈঠক হলেও সমাধানে পৌঁছানো যায়নি। এলাকাবাসী বলছেন, ঘটনাটি এখন শুধু দু’টি পরিবারের মধ্যকার বিষয় নয়, সামাজিক স্থিতিশীলতার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

এ ব্যাপারে কেতকীবাড়ী ইউপি চেয়ারম্যান রশিদুল হক রহমান রোমান ও ইউপি সদস্য আবু তারেক বলেন, আমরা আলোচনায় আসছি, তবে দ্রুত সমাধান করার চেষ্টা করব। 

এ রিপোর্ট লেখা পর্যন্ত মেয়েটি এখনও প্রেমিকের বাড়িতে অনশন চালিয়ে যাচ্ছেন। প্রশাসনের পক্ষ থেকেও এখনো কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

আজকালের খবর/ওআর








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না: গোলাম পরওয়ার
৯ সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার
পূর্বাঞ্চলের চীফ কমান্ড্যান্ট জিম্মি বাহিনীর সদস্যদের কাছে
শাপলা প্রতীক নিয়ে ফের পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে ইসি
প্রকাশ হতে যাচ্ছে বাংলাদেশের লেখক ডিরেকটরির নতুন সংস্করণ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
পুরান ঢাকায় জবি ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা
‘নির্যাতনের মাধ্যমে গেস্টরুম কালচার ধ্বংস করেছে ছাত্রলীগ’
আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ ১২ সুপারিশ ৬ মানবাধিকার সংস্থার
পূর্বাঞ্চলের চীফ কমান্ড্যান্ট জিম্মি বাহিনীর সদস্যদের কাছে
ডিমলায় পার্টনার প্রকল্পের কার্যক্রম পরিদর্শনে সিনিয়ার মনিটরিং আফিসার
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft