মঙ্গলবার ২১ অক্টোবর ২০২৫
সাগর তীরে মিলল হাত-পায়ের রগ কাটা চবি শিক্ষার্থীর লাশ
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫, ৭:৫৭ পিএম
চট্টগ্রাম নগরীর সাগর পাড়ে বেটার্মিনাল এলাকা থেকে শামিম মাশুদ খান (২৬) নামে এক প্রকৌশল শিক্ষার্থীর হাত-পায়ের রগ কাটা অবস্থায় মরদেহ উদ্ধার করেছে হালিশহর থানা পুলিশ।

রবিবার (১৯ অক্টোবর) দুপুর আড়াইটায় বেটার্মিনাল এলাকার একটি স্থানে শামিম মাশুদের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে হালিশহর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। 

শামীম আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (AIUB)-এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের শিক্ষার্থী ছিলেন। এরপর তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে মাস্টার্সে ভর্তি হয়েছিলেন। তিনি নগরীর বপড়োল এলাকায় পরিবারের সঙ্গে বাস করতেন।

পুলিশ জানিয়েছে, শামীমকে হত্যা করা হয়েছে না আত্মহত্যা করছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। আনন্দবাজার আউটার রিং রোড সংলগ্ন সানসেট পয়েন্ট কাশবনের ভেতর থেকে রোববার তার লাশ উদ্ধার করা হয়। পরে রাত ২টার তার শামীমের পরিবার হাসপাতালে গিয়ে তার লাশ শনাক্ত করে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (বন্দর) আমিরুল ইসলাম বলেন, গতকাল রবিবার সন্ধ্যার দিকে সাগরতীরের কাশবনে হাত-পা কাটা অবস্থায় পড়েছিলেন শামীম। চিৎকারের শব্দ পেয়ে কয়েকজন এগিয়ে যায়। কিন্তু হাত-পা কাটা থাকার কারণে তারা তাকে ধরেননি। পরে ঘটনাস্থল থেকে একজন ৯৯৯-এ কল করেন। এরপর হালিশহর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসেন। সেখান থেকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে হালিশহর থানা পুলিশ ঘটনাস্থল বন্দর থানা হওয়ায় বন্দর থানা পুলিশের কাছে লাশ হস্তান্তর করেন। 

তিনি বলেন, আমরা ঘটনাটি নিয়ে তদন্ত করছি। ঘটনার প্রত্যক্ষদর্শী একজনের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, সে শামীমের কাছে ঘটনা জানতে চেয়েছিলেন। তিনি ক্যামেরাও বের করেছিলেন ভিডিও করবেন। শামীম ক্যামেরার সামনে কিছু বলতে চাননি। ক্যামেরা বন্ধ করলে শামীম বলেন, ঘটনা সে নিজেই করেছে। ঘটনাস্থল থেকে একটি এন্টি কাটার উদ্ধার করা হয়েছে। প্রত্যক্ষদর্শীর বক্তব্য যাচাই-বাছাই করা হচ্ছে। আমরা তথ্য সংগ্রহ করছি।

শামীমকে খুন করা হয়েছে নাকি আত্মহত্যা করেছে, তা জানার জন্য পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা। 

বন্দর থানার পুলিশ কর্মকর্তা বলেন, প্রাথমিকভাবে এটি দুর্ঘটনা, নাকি অন্য কোনো কারণ—তা নিশ্চিত হতে পারেনি পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আজকালের খবর/ওআর








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না: গোলাম পরওয়ার
৯ সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার
পূর্বাঞ্চলের চীফ কমান্ড্যান্ট জিম্মি বাহিনীর সদস্যদের কাছে
শাপলা প্রতীক নিয়ে ফের পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে ইসি
প্রকাশ হতে যাচ্ছে বাংলাদেশের লেখক ডিরেকটরির নতুন সংস্করণ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
পুরান ঢাকায় জবি ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা
আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ ১২ সুপারিশ ৬ মানবাধিকার সংস্থার
‘নির্যাতনের মাধ্যমে গেস্টরুম কালচার ধ্বংস করেছে ছাত্রলীগ’
পূর্বাঞ্চলের চীফ কমান্ড্যান্ট জিম্মি বাহিনীর সদস্যদের কাছে
ডিমলায় পার্টনার প্রকল্পের কার্যক্রম পরিদর্শনে সিনিয়ার মনিটরিং আফিসার
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft