প্রকাশ: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫, ৭:৫৪ পিএম

সিরাজগঞ্জের বেলকুচিতে প্রতিবন্ধী এক বৃদ্ধাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করল বেলকুচি থানা পুলিশ। গতকাল শনিবার সন্ধ্যা ৬.৩০টা দিকে সিরাজগঞ্জ জেলার বেলকুচি পৌরসভার ১নং ওয়ার্ড এর অন্তর্গত বেড়াখারুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বেড়াখারুয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে আলামিন ইসলাম (২৫) আকলিমা খাতুন (৬০) নামের এক প্রতিবন্ধী বৃদ্ধাকে বস্তায় ভরে নদীতে ফেলে দিয়ে হত্যা করার চেষ্টা করলে ভিকটিম আকলিমা খাতুন চিৎকার শুরু করে। চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে আসলে আলামিন বৃদ্ধাকে ছেড়ে দেয়। পরে এলাকাবাসী ও আকলিমা খাতুনের ছেলে হযরত আলী (১৮) বিষয়টি বেলকুচি থানা পুলিশকে জানায়।
বেলকুচি থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম তাংক্ষনিক পুলিশ ফোর্স পাঠানোর কথা জানিয়ে বলেন, পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ভিকটিম আকলিমা খাতুনকে উদ্ধার করে ও আলামিন ইসলামকে আটক করে। বর্তমানে অভিযুক্ত আসামি থানা হেফাজতে আছে।
প্রসঙ্গত, এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়- আলামিনের মায়ের বিবাহের পর হইতেই নানা মৃত ইমান আলীর বাড়ি বেড়াখারুয়া গ্রামে ২ বোন বসবাস করতেন। আকলিমা খাতুন প্রতিবন্ধী হওয়ায় আলামিন প্রায় সময় তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করত এবং প্রাণ নাসের হুমকি দিত। ফলে আলামিন এবং তার প্রতিবন্ধী খালা আকলিমা খাতুনের পরিবারে মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়। এই মনমালিন্যের কারণে গতকাল সন্ধ্যায় আলামিন ইসলাম তার প্রতিবন্ধী খালা আকলিমা খাতুনকে বস্তায় ভরে নদীতে ফেলে দিয়ে হত্যা করার উদ্দেশ্যে নিয়ে যেতে চায়।
আজকালের খবর/ওআর