মঙ্গলবার ২১ অক্টোবর ২০২৫
নন্দীগ্রামে অসহায়দের পাশে সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেন
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫, ১২:২২ পিএম
বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের পোতা গ্রামের পা হারানো রফিকুল ইসলাম এবং ক্যান্সারে আক্রান্ত রোকসানা আকতার ও শান্তনা বেগমের পাশে দাঁড়িয়েছেন বগুড়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কৃষকদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন। 

রফিকুল ইসলাম (৫০) একসময় অটোভ্যানে করে আইসক্রিম ও ভাঙারির ব্যবসা করে সংসার চালাতেন কিন্তু তিন বছর আগে হঠাৎ পায়ের রগে রক্ত জমাট বাধায় দীর্ঘদিন চিকিৎসার পর দেড় বছর আগে তার পা কেটে ফেলতে হয়। এরপর থেকে জরাজীর্ণ ঘরে স্ত্রী শাহনাজ বেগমকে নিয়ে কষ্টে দিন কাটাচ্ছেন তিনি।

অসহায় রফিকুল ইসলামের এমন পরিস্থিতির খবর পেয়ে মোশারফ হোসেন শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে পোতা গ্রামে গিয়ে রফিকুল ইসলামের হাতে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও আর্থিক সহায়তা তুলে দেন। তিনি রফিকুল ইসলামের জন্য প্রতিবন্ধী ভাতার কার্ড প্রাপ্তিতে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। একইদিন তিনি পোতা গ্রামের দেড় বছর ধরে ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত পলাশ হোসেনের স্ত্রী রোকসানা আকতার (৩০) ও এক বছর ধরে ব্রেইন ক্যান্সারে আক্রান্ত জুয়েল রানার স্ত্রী শান্তনা বেগম (৩২) কে আর্থিক সহায়তা প্রদান করেন এবং উপজেলা সমাজসেবা অফিস থেকে আর্থিক সহায়তা প্রাপ্তিতে সহযোগিতার আশ্বাস দেন। 

সেসময় উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধরাণ সম্পাদক কেএম শফিউল আলম সুমন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক মতিউর রহমান মুসা, কেরাবান আলী, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রউফ রুবেল, পৌর যুবদলের আহবায়ক গোলাম রব্বানী, যুগ্ম আহবায়ক মেহেদী হাসান শাহীন, উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন ও সাধারণ সম্পাদক নূরনবীসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

মোশারফ হোসেন বলেন, আমি কাহালু ও নন্দীগ্রাম উপজেলাবাসীর বিপদে-আপদে পাশে আছি এবং ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ। 

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না: গোলাম পরওয়ার
৯ সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার
পূর্বাঞ্চলের চীফ কমান্ড্যান্ট জিম্মি বাহিনীর সদস্যদের কাছে
শাপলা প্রতীক নিয়ে ফের পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে ইসি
প্রকাশ হতে যাচ্ছে বাংলাদেশের লেখক ডিরেকটরির নতুন সংস্করণ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
পুরান ঢাকায় জবি ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা
‘নির্যাতনের মাধ্যমে গেস্টরুম কালচার ধ্বংস করেছে ছাত্রলীগ’
আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ ১২ সুপারিশ ৬ মানবাধিকার সংস্থার
ডিমলায় পার্টনার প্রকল্পের কার্যক্রম পরিদর্শনে সিনিয়ার মনিটরিং আফিসার
পূর্বাঞ্চলের চীফ কমান্ড্যান্ট জিম্মি বাহিনীর সদস্যদের কাছে
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft