বৃহস্পতিবার ৯ অক্টোবর ২০২৫
ছয় লাখেরও বেশি শিশুকে টিকা দেওয়ার প্রস্তুতি
গাজীপুর সিটিতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু
মাজহারুল ইসলাম, গাজীপুর
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫, ৫:৪১ পিএম
গাজীপুর সিটি কর্পোরেশন টাইফয়েড প্রতিরোধে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ বাস্তবায়নের সব প্রস্তুতি সম্পন্ন করেছে। এই কর্মসূচির আওতায় সিটি কর্পোরেশনের আটটি জোনে ৯৭৫টি টিকাদান কেন্দ্রে ৬ লাখ ২৮ হাজারেরও বেশি শিশুকে টিকা দেওয়া হবে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) নগর ভবনের সভাকক্ষে আয়োজিত এক প্রেস কনফারেন্সে এ তথ্য জানান গাজীপুর সিটি কর্পোরেশনের সচিব আমিন আল পারভেজ।

সভায় উপস্থিত ছিলেন- ডাক্তার রহমতউল্লাহ, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ইলিশায়া রিছিল, বিশ্ব স্বাস্থ্য সংস্থার এসআই এমও (ডাব্লিউএইচও) ডাক্তার মাহবুবা সুলতানা, ইউনিসেফের প্রতিনিধি ডাক্তার লি শান্তা মন্ডল এবং গাজীপুরের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

প্রেস কনফারেন্সে সচিব আমিন আল পারভেজ বলেন, টাইফয়েড একটি প্রতিরোধযোগ্য রোগ। শিশুদের সুরক্ষায় এই টিকাদান কর্মসূচি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ ও শক্তিশালী করে তুলবে। গাজীপুর সিটি কর্পোরেশন নাগরিক স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। আমরা চাই কোনো শিশুই যেন এই সেবার বাইরে না থাকে।

তিনি আরও জানান, সুষ্ঠু ও সফল বাস্তবায়নের জন্য সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। স্বাস্থ্যকর্মী, শিক্ষাপ্রতিষ্ঠান, স্থানীয় জনপ্রতিনিধি ও অভিভাবকদের সহযোগিতায় আমরা চাই এই কর্মসূচি একটি উদাহরণ হয়ে উঠুক। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও), ইউনিসেফ এবং স্বাস্থ্য বিভাগের যৌথ সহযোগিতায় পরিচালিত এ ক্যাম্পেইনের লক্ষ্য গাজীপুর নগরীকে ‘টাইফয়েডমুক্ত শহর’ হিসেবে গড়ে তোলা।

সচিব আরও বলেন, টিকাদান কার্যক্রমে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে ইতিমধ্যে প্রচার ও সচেতনতামূলক কার্যক্রম শুরু হয়েছে। নগরীর বিভিন্ন স্কুল, স্বাস্থ্যকেন্দ্র এবং ওয়ার্ডভিত্তিক টিমের মাধ্যমে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন, এই উদ্যোগটি শুধু টাইফয়েড নয়, সামগ্রিক শিশুরোগ প্রতিরোধ ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।

আজকালের খবর/ওআর








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
জুলাই সনদ স্বাক্ষরের তারিখ ঘোষণা
সাহিত্যে নোবেল পেলেন হাঙ্গেরিয়ান লেখক লাসজলো ক্রাসনাহোরকাই
ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের
‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ অনুমোদন
নন্দীগ্রামে জাতীয় কন্যা শিশু দিবস পালিত
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বাংলাদেশ আইসিটি সার্ভিস বাস্তবায়নে বিলম্ব: জটিলতা, বাধা ও সম্ভাবনা
স্বর্ণের দামে বড় লাফ, দেশের বাজারে ইতিহাস
রাজনৈতিক বিবেচনায় কাউকে নিয়োগ দেওয়া হবে না: ইবি ভিসি
ইতালি সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা
স্থানীয় সরকারবিশেষজ্ঞ তোফায়েল আহমেদ মারা গেছেন
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft