শুক্রবার ১০ অক্টোবর ২০২৫
মুন্সীগঞ্জে ৪ লাখ ৬৯ হাজার শিশুকে দেয়া হবে টাইফয়েড টিকা
‎মো. আমির হোসেন, মুন্সীগঞ্জ
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫, ৩:৩৭ পিএম
‎মুন্সীগঞ্জে ‘টাইফয়েড টিকাদান (Typhoid Vaccination)’ বিষয়ে দিনব্যাপী পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
‎বৃহস্পতিবার (৯ অক্টোবর) বেলা ১১টায় মুন্সীগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এ কর্মশালার আয়োজন করে জেলা তথ্য অফিস। এতে সহযোগিতা করে ইউনিসেফ বাংলাদেশ। ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম’-এর অংশ হিসেবে আয়োজিত এই কর্মশালায় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন। 
‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন, গণযোগাযোগ অধিদপ্তরের উপপরিচালক গাজী সরিফা ইয়াসমিন। বিশেষ অতিথি ছিলেন প্রচার ও সমন্বয় কর্মকর্তা ডালিয়া ইয়াসমিন।
‎কর্মশালায় জানানো হয়, মুন্সীগঞ্জে ৯ মাস থেকে ১৫ বছর বয়স (নবম শ্রেণি পর্যন্ত) শিশু-কিশোরদের টাইফয়েড টিকা প্রদান করা হবে। জেলায় মোট ৪ লাখ ৬৯ হাজার শিশুকে টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগামী ১২ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত বিদ্যালয়ে এবং ১ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত কমিউনিটি পর্যায়ে এই টিকা প্রদান কার্যক্রম চলবে।
‎কর্মশালায় উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ জসীমউদ্দিন ভূঁইয়া, জেলা তথ্য অফিসার রহিমা আক্তার, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মকর্তা চৌধুরী মোরশেদ আলম, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. সাহাবউদ্দিন, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বাছির উদ্দিন জুয়েল, সিনিয়র সহ-সভাপতি রশীদ আহমেদ মামুন, গোলজার হোসেন, সাবেক সভাপতি শহীদ হাসান তুহিন, সাবেক সহ-সভাপতি আতিকুল রহমান টিপু, সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশীদ খোকা ও সাবেক সাংগঠনিক সম্পাদক সুমন ইসলাম প্রমুখ।

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
লক্ষ্মীপুরে মা-মেয়েকে গলা কেটে হত্যা, ৩০ ভরি স্বর্ণালংকার লুট
গাজীপুর-২ আসনে বিএনপির মনোনয়ন দৌড়: শওকত সরকার, রনি, মাজহারুলসহ একাধিক মনোনয়ন প্রত্যাশী
লড়াই করে হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের হার
শাপলা প্রতীক ছাড়া নিবন্ধন মানবে না এনসিপি : নাসীরুদ্দীন পাটওয়ারী
দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বাংলাদেশ আইসিটি সার্ভিস বাস্তবায়নে বিলম্ব: জটিলতা, বাধা ও সম্ভাবনা
হঠাৎ আলোচনায় ‘ইবি সংস্কার আন্দোলন’, প্রশ্নের মুখোমুখি
রাজনৈতিক বিবেচনায় কাউকে নিয়োগ দেওয়া হবে না: ইবি ভিসি
স্থানীয় সরকারবিশেষজ্ঞ তোফায়েল আহমেদ মারা গেছেন
গাজা যুদ্ধ বন্ধে চুক্তির ঘোষণা, মিসর যাচ্ছেন ট্রাম্প
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft