মো. আমির হোসেন, মুন্সীগঞ্জ
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫, ৩:৩৭ পিএম

মুন্সীগঞ্জে ‘টাইফয়েড টিকাদান (Typhoid Vaccination)’ বিষয়ে দিনব্যাপী পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) বেলা ১১টায় মুন্সীগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এ কর্মশালার আয়োজন করে জেলা তথ্য অফিস। এতে সহযোগিতা করে ইউনিসেফ বাংলাদেশ। ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম’-এর অংশ হিসেবে আয়োজিত এই কর্মশালায় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন, গণযোগাযোগ অধিদপ্তরের উপপরিচালক গাজী সরিফা ইয়াসমিন। বিশেষ অতিথি ছিলেন প্রচার ও সমন্বয় কর্মকর্তা ডালিয়া ইয়াসমিন।
কর্মশালায় জানানো হয়, মুন্সীগঞ্জে ৯ মাস থেকে ১৫ বছর বয়স (নবম শ্রেণি পর্যন্ত) শিশু-কিশোরদের টাইফয়েড টিকা প্রদান করা হবে। জেলায় মোট ৪ লাখ ৬৯ হাজার শিশুকে টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগামী ১২ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত বিদ্যালয়ে এবং ১ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত কমিউনিটি পর্যায়ে এই টিকা প্রদান কার্যক্রম চলবে।
কর্মশালায় উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ জসীমউদ্দিন ভূঁইয়া, জেলা তথ্য অফিসার রহিমা আক্তার, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মকর্তা চৌধুরী মোরশেদ আলম, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. সাহাবউদ্দিন, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বাছির উদ্দিন জুয়েল, সিনিয়র সহ-সভাপতি রশীদ আহমেদ মামুন, গোলজার হোসেন, সাবেক সভাপতি শহীদ হাসান তুহিন, সাবেক সহ-সভাপতি আতিকুল রহমান টিপু, সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশীদ খোকা ও সাবেক সাংগঠনিক সম্পাদক সুমন ইসলাম প্রমুখ।
আজকালের খবর/বিএস