শুক্রবার ১০ অক্টোবর ২০২৫
কোটি টাকা দিয়েও বাবুনগরীকে কিনতে পারেনি শেখ হাসিনা: সরওয়ার আলমগীর
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫, ৭:০১ পিএম
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর বলেছেন, হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীকে কোটি কোটি টাকার প্রলোভন দেখিয়েও আদর্শচ্যুত করতে পারেনি শেখ হাসিনা।

তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার চাপ প্রয়োগ করে জুনায়েদ বাবুনগরীর সঙ্গে বৈঠক করতে চেয়েছিলেন। আক্ষেপ করে প্রয়াত হেফাজত আমির তখন বলেছিলেন, এ বৈঠকের আগেই যেন আমার মৃত্যু হয়। হয়েছেও তাই।

সোমবার (৭ অক্টোবর) ফটিকছড়ির নাজিরহাট পৌরসভার ফকিরহাট বাজারে কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামোর মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এবং বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচি সফল করার লক্ষ্যে কর্মী সমাবেশের আয়োজন করা হয়।

সরওয়ার আলমগীর বলেন, নতুন প্রজন্মের অনেকেই না বুঝে আওয়ামী লীগ, ছাত্রলীগের রাজনীতিতে জড়িয়ে পড়েছে। বিগত ১৭ বছরে আওয়ামী লীগ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপিকে ভিলেন বানানোর ব্যর্থ চেষ্টা করেছিল। এ দেশের জনগণ বিএনপিকে মণিকোঠায় স্থান দিয়েছে আর আওয়ামী লীগকে দেশছাড়া করেছে।

কর্মী সমাবেশে সোহরাব জব্বার চৌধুরী সভাপতিত্বে জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য প্রিন্স ওমর ফারুক ও পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক আবু বক্কর চৌধুরী মহিন সঞ্চালনা করেন। সমাবেশে বিশেষ অতিথি ছিলেন- ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাহাবুবুল আলম চৌধুরী।

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন- উত্তর জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দিন শাহীন, উপজেলা বিএনপির সদস্য নুরুল ইসলাম, পৌর বিএনপির সদস্য ও নাজিরহাট আদর্শ ব্যবসায়ী সমিতির সভাপতি নাছির উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি মনসুর আলম চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস এম আবু মনসুর, বিএনপি নেতা ডা. সাহাব মিয়া, আবুল কাসেম ও জেলা স্বেচ্ছাসেবকদল নেতা জিয়াউল হাসনাত ফরহাদ।

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
লক্ষ্মীপুরে মা-মেয়েকে গলা কেটে হত্যা, ৩০ ভরি স্বর্ণালংকার লুট
গাজীপুর-২ আসনে বিএনপির মনোনয়ন দৌড়: শওকত সরকার, রনি, মাজহারুলসহ একাধিক মনোনয়ন প্রত্যাশী
লড়াই করে হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের হার
শাপলা প্রতীক ছাড়া নিবন্ধন মানবে না এনসিপি : নাসীরুদ্দীন পাটওয়ারী
দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বাংলাদেশ আইসিটি সার্ভিস বাস্তবায়নে বিলম্ব: জটিলতা, বাধা ও সম্ভাবনা
হঠাৎ আলোচনায় ‘ইবি সংস্কার আন্দোলন’, প্রশ্নের মুখোমুখি
রাজনৈতিক বিবেচনায় কাউকে নিয়োগ দেওয়া হবে না: ইবি ভিসি
স্থানীয় সরকারবিশেষজ্ঞ তোফায়েল আহমেদ মারা গেছেন
রাজধানীতে জুয়েলারি দোকান থেকে প্রায় ৫০০ ভরি স্বর্ণ চুরি
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft