প্রকাশ: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫, ২:৩৪ পিএম

নেত্রকোণার মোহনগঞ্জ পৌর শহরের থানার রোডস্থ (বসুন্ধরা মোড়) এলাকায় নিজ দোকানে মনোহারী ব্যবসায়ী নারায়ন পাল (৪০) নামের একজনকে অজ্ঞাত দুর্বৃত্তরা গলা কেটে হত্যা করেছে।
সোমবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৯টা থেকে সাড়ে ১০ টার মধ্যে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নারায়ন পাল পৌর শহরের রাউৎপাড়া এলাকার নিরু পালের ছেলে। মঙ্গলবার দুপুরে নারায়ন পালের লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা মর্গে প্রেরণ করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পৌর শহরের নারায়ন স্টোর নামে মনোহারী ব্যবসা পরিচালনা করতেন নারায়ন পাল।
সোমবার দিবাগত রাত ১১টার দিকে দোকানের ভিতরে গলাকাটা অবস্থায় নারায়ন পালের মরদেহ পড়ে থাকতে দেখেন একজন ক্রেতা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি।
পরিদর্শনের পাশাপাশি আশপাশের বিভিন্ন দোকানের সিসিটিভি ফুটেজ চেক করা হচ্ছে। এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ হত্যাকান্ডের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষী শাস্তির দাবী করেছেন মোহনগঞ্জ বণিক সমিতির সভাপতি মাসুদ মিয়া ও মনোহারী দোকান সমিতির সাধারণ সম্পাদক শ্যামল মোল্লা। উল্লেখ্য, নারায়ন পালের এক স্ত্রী ও দুই ছেলে সন্তান রয়েছে।
আজকালের খবর/ এমকে