প্রকাশ: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫, ১:৫০ পিএম

কক্সবাজার জেলার উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের সিকদার বিল এলাকায় আদালতের নির্দেশে বনবিভাগের অভিযানে অবৈধভাবে নির্মিত একটি পাকা ঘর উচ্ছেদ করা হয়েছে।
সোমবার (৬ অক্টোবর) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওয়ালা বিট কর্মকর্তা আরাফাত হোসেনসহ অন্যান্য বনকর্মীরাও অংশ নেন।
বনবিভাগ সূত্রে জানা যায়, রাজাপালং ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সিকদার বিল এলাকার আব্দুর রহিমের ছেলে জয়নাল আব্দ্দীন ভুট্টো অবৈধভাবে তার দখলে থাকা সরকারি জমিতে একটি পাকা ঘর নির্মাণ করছিলেন। আদালতের নির্দেশক্রমে উখিয়া রেঞ্জ বনবিভাগ উক্ত স্থাপনা উচ্ছেদ করে।
উখিয়া রেঞ্জের কর্মকর্তা মো. আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালতের নির্দেশ অনুযায়ী সরকারি বনভূমিতে কোনো প্রকার অবৈধ স্থাপনা নির্মাণের সুযোগ নেই। বনভূমি রক্ষায় আমাদের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
আজকালের খবর/বিএস