রবিবার ২৮ সেপ্টেম্বর ২০২৫
ট্রাভেল ইন্ডাস্ট্রিতে এবার বিলিয়ন ডলার টার্নওভার এর হাতছানি
বন্ধ হয়ে যাবে ‘আকাশবাড়ি হলিডেজ’!
ঘটনা মজা না লাগলে ঢাকা লন্ডন ঢাকা টিকিট ও ৫ তারকা হোটেল একদম ফ্রি
বিনোদন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ৫:০৭ পিএম
আকাশবাড়ি হলিডেজের ২২ লাখ মিডিয়া পার্টনার, প্রিয় দেশবাসী, ট্রেড পার্টনার্স ও কনসার্ন গভরমেন্ট বডি: সবার প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। 

আকাশবাড়ি হলিডেজের চারজন- যথাক্রমে ইমতিয়াজ, আবু বকর রাব্বি, তৌহিদুল ইসলাম মাসুম ও তাজরীন আকতার। তারা প্রত্যেকেই আকাশবাড়ি হলিডেজে দীর্ঘদিন যাবত কর্মরত ছিলো এবং আকাশবাড়ি হলিডেজ থেকে লক্ষ লক্ষ টাকার বেতন ও বেনিফিট গ্রহণ করেছে এবং এদের মধ্যে অনেকের কোটি টাকা মূল্যের গাড়িও আছে। আরেকটি ছবিতে আছে মোর্শেদ জুয়েল (ফাউন্ডার-ফাস্ট ট্রিপ), ৫ জনের ১ জন। তারা ৫ জন পর্যায়ক্রমে মিথ্যা ডিক্লারেশন দিয়ে সর্বপ্রথম জুয়েল ও সর্ব শেষে মাসুম গত ২৭ আগস্ট রিজাইন লেটার সাবমিট করে এবং আরও কিছু অনৈতিক আর্থিক সুবিধা গ্রহণ করে। কিন্তু, কেউই এখনও পর্যন্ত ছাড়পত্র পায়নি। উপরন্তু ইমতিয়াজ ও তাজরিন কোম্পানির এক জুনিয়র কে প্রলুব্ধ করে একটি জাল ছাড়পত্র জোগাড় করে।

টুইস্ট 

এই ৫ জন কমপক্ষে গত ৬ মাস যাবৎ আরও দ ‘টি কোম্পানি ফাউন্ড করে। এছাড়া সফ্ট লঞ্চিং করে বিজনেস করে আসছিলো এবং এদিক দিয়ে আকাশবাড়ি হলিডেজে বসে আকাশ বাড়ির গুরুত্বপূর্ণ নথি, ডাটা বেস, কাস্টমার কনট্যাক্টস, পাসপোর্ট এর কপি, হার্ড ডিস্ক ইত্যাদি নিজেদের কোম্পানিতে অবৈধ ইউজ করে আসছিলো। এর কমপক্ষে ১০০ প্রমাণ আমার কাছে আছে। আমি  প্রমাণ করতে প্রস্তুত আছি। 
আমার বেশিরভাগ কাস্টমাররা প্ররোচনা দিয়ে আমার অফিসে বসে আমার চাকুরি করে তারা নিজেদের কোম্পানিতে ট্রান্সফার করে আসছিলো। 

উল্লেখ্য, আমি কমপক্ষে ১০ কোটি টাকার আর্থিক ক্ষতিগ্রস্ত হয়েছি। আকাশ বাড়ি হলিডেজের প্রতিটি ইনকাম এনবিআরে শো করা এবং এই প্রতিষ্ঠান কমপক্ষে অর্ধ কোটি টাকা ট্যাক্স প্রদান করে এবং বছরে দেড় থেকে দুই কোটি টাকার মত বিদেশি রেমিটেন্স আয় করে।

আমার প্রশ্ন বাংলাদেশ কি এমনি একটি মগের মুল্লুক যেখানে, যে কেউ চাকুরি করে বেতন নিয়ে কর্তব্যের সঙ্গে বেইমানি করে ঘরে বসে ঘরের বেড়া কাটতে পারে। যে কাস্টমার আনার জন্য তাদের লাখ লাখ টাকা বেতন দেওয়া হত, তারা জালিয়াতি করে সেইখান থেকেই কাস্টমার ও কাস্টমার ডাটাবেজ প্রতিদিন চুরি করতে পারে? তারা কি এতই প্রভাব প্রতিপত্তি বা ক্ষমতার মালিক যে কোম্পানি আইন, পলিসি না মেনে চাকরি ছাড়ার ৬ মাস আগেই একই কোম্পানি খুলে কোম্পানির বিশাল আকারের ক্ষতি করতে পারে?তাদের পিছনে ইন্ধন দাতা কারা? তারা দিব্যি হিসাব না দিয়ে উল্টা দেখে নেওয়ার হুমকি দিচ্ছে। এরা কারা? 

এমন কি আছে আপনাদের কোম্পানিতে ? 

বেড়া কাটার লোক কি সব প্রতিষ্ঠানে আছে, দয়া করে জানাবেন। আমার কাছে প্রমাণ আছে ‘ট্রিপেলজি’ ও ‘ফাস্ট ট্রিপ’ এই দু’টি প্রতিষ্ঠান বেইমানি করে অবৈধ জন্ম হয়েছে। সরকারের অনুমোদনের তোয়াক্কা না করে হাজার হাজার পাসর্পোট অফিসে রেখে ডিল করছে। শুধু তাই নয় আমার কমপক্ষে অন্য আরো ৩০ জন এমপ্লয়িকে তাদের সঙ্গে যোগদান করতে প্রলোভন দেখিয়েছে। তার মধ্যে মনীষা আখতার, খলিল, মিজান, সুদীপ্ত সহ আরও অনেকেই ইতিমধ্যে তাদের সঙ্গে যোগ দিয়েছে। মনীষা আকতার ইতিমধ্যে কোম্পানিতে অনৈতিক প্রবেশ করে কোম্পানির হার্ডওয়ার ও নথিপত্র নষ্ট, বিনাশ বা তসরুফ করতে সিসি টিভি ক্যামেরায় ধরা পড়েছে।

যাক ঘটনা বড় করলে মজা থাকে না, মূল বিষয়ে আসি

আমি দৃঢ় চিত্তে বলতে চাই, এই ৫ বেইমানের শাস্তি আপনারা যারা ট্রেড পার্টনার, কাস্টমার, সম্মানিত ফলোয়ার বা গেস্ট বা আইন কানুন সংস্থা আছেন- আপনারা নিশ্চিত করতে না পারেন, তাহলে আমি ৩ মাসের মধ্যে ১৯০ জন কর্মচারী এবং তাদের পরিবারের কথা না ভেবে এই অবস্থায় কোম্পানি বন্ধ করে দিব। ট্রাভেল ইন্ডাস্ট্রিতে সুনাম আর ডাটাবেজ, দক্ষ কর্মী আর চেয়ার টেবিল ছাড়া অন্য কোন সম্পতি থাকে না। এই প্রত্যেকটা জিনিস আমার চুরি হয়েছে। আমি সরকারের অতি উচ্চ পর্যায়ের দ্বারে দ্বারে ঘুরছি, অভিযোগ দাখিল করছি, কিন্তু অদ্যাবধি একটি মামলা দাখিল করতে পারি নাই। কোম্পানিতে কোটি টাকা পেআউট করার ক্ষমতা আমি ক্রমেই হারাচ্ছি। এর বিচার হতে হবে। কোম্পানিতে থাকা কর্মচারী ও তাদের পরিবারের কমপক্ষে ৫০০০ মানুষ ক্ষতিগ্রস্ত হবে। 

প্রমাণ নিয়ে আমি তৌহিদুল আলম মিল্কী আমার অফিসে থাকব প্রতিদিন। সবাইকে প্রমাণ দেখে যাওয়ার আমন্ত্রণ রইল। 

যারা এই ইন্ডাস্ট্রিতে চাকুরি করেন তাদের উদ্দেশ্যে বলছি, আকাশবাড়ি হলিডেজে চাকুরি করে কোটি টাকার গাড়ি কেনা যায়, বেইমানি করে ফাউন্ডার হওয়া যায়। আর আপনারা যারা সৎ, তারা শুধু দেখে যাওয়া ছাড়া আর কোনও উপায় নাই।

লেখক: তৌহিদুল আলম মিল্কী

আজকালের খবর/ওআর








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
৭৩ পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিচ্ছে নির্বাচন কমিশন
পাহাড়ে শান্তির জন্য চাই সাম্প্রদায়িক সম্প্রীতি
থালাপতি বিজয়ের জনসভায় পদদলনে নিহত অন্তত ৩১
বরিশালের গৌরনদীতে জাকের পার্টির র‍্যালি ও আলোচনা সভা
জান্নাতের টিকেট বিক্রেতারা ধর্ম ব্যবসায়ী: সালাহউদ্দিন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
৪১তম জাতীয় ভারোত্তোলন প্রতিযোগিতায় দুর্জয়ের স্বর্ণ পদক অর্জন
ট্রাম্প দম্পতির সঙ্গে প্রধান উপদেষ্টা ও তার মেয়ের ছবি প্রকাশ
গ্লোবাল ভিসা হাব লিমিটেড: দেশের শীর্ষস্থানীয় ভিসা ও ভ্রমণসহায়ক প্রতিষ্ঠান
সারাদেশে পূজামণ্ডপের নিরাপত্তায় ৪৩০ প্লাটুন বিজিবি
দালাল ছাড়াই যে পার্সপোর্ট অফিসে মেলে সেবা, খুশি সেবা প্রত্যাশীরা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft