প্রকাশ: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ৩:৫৭ পিএম

ইন্ডাস্ট্রিতে সিনেমার অভাব দীর্ঘদিনের। বহু শিল্পী বেকার। রাজনৈতিক পটপরিবর্তনের কারণে অনেকেই হতাশ হয়ে দেশ ছেড়েছেন। এই তালিকায় সর্বশেষ নাম যোগ হয়েছে এক সময়ের শীর্ষ তারকা অভিনেতা বাপ্পি চৌধুরীর। অনেকের মতো দীর্ঘদিন ধরেই হাতে কোনো সিনেমার কাজ না থাকায় তিনি হতাশ। সামাজিক মাধ্যমেও তিনি আগের মতো সক্রিয় নন। সিনেমার অনুষ্ঠানগুলোতেও তাকে দেখা যেত না।
এরই মধ্যে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন বাপ্পী। সোমবার ফেসবুকে বিষয়টি নিশ্চিত করেন বাপ্পী নিজেই। সেখান থেকে কিছু ছবিও পোস্ট করেন। একটি সূত্র জানিয়েছে, বাপ্পী চৌধুরী আর দেশে ফিরবেন না। পারিবারিকভাবে স্বচ্ছল এই চিত্রনায়ক সিনেমার দুরাবস্থায় নিজেকে আর এ পথে রাখতে না চাওয়ার কারণেই দেশ ছাড়ছেন বলে ওই সূত্র জানিয়েছে।
বাপ্পিকে সর্বশেষ দেখা গিয়েছিল ‘শত্রু’ সিনেমায়। এর পর থেকেই তিনি উধাও। বিশেষ করে মায়ের মৃত্যুর পর চলচ্চিত্র থেকে অনেক দূরে সরে গেছেন তিনি। অবশেষে দেশও ছাড়তে হলো এই অভিনেতাকে।
জানা গেছে, সেখানে তিনি আপাতত কিছুদিন ঘুরেফিরে সময় কাটাবেন এরপর জীবনের গতি ঠিক করবেন। অবশ্য সিনেমায় না ফিরলেও সময় পেলে দেশে ফিরবেন এই অভিনেতা।
তার ভাষ্য দেশে আমাদের পারিবারিক ব্যবসা রয়েছে, সেগুলো বাবা আর বড় ভাই দেখাশুনা করেন, মাঝে আমিও দেখাশুনা করতাম কিন্তু সত্যি বলতে সিনেমা নিয়েই ছিলো আমার ব্যস্ততা। যেহেতু এখন হাতে কাজ নেই, ইন্ডাস্ট্রিতে অনেকেই বেকার জীবনযাপন করছেন তাই নিজেকে একটু ভিন্ন পরিচয়ে দেখতে আমেরিকা যাচ্ছি। আমি জানি নিন্দুকেরা অনেকে অনেক কথাই বলবেন, দিনশেষে আমি আমার ভক্তদের বলবো- ‘আমি তোমাদের লোক।’
বাপ্পি চৌধুরী অভিনীত আশরাফ শিশিরের পরিচালনায় ‘৫৭০’ ও সাফি উদ্দিন সাফির ‘সিক্রেট এজেন্ট’ সিনেমা দুটো মুক্তির অপেক্ষায় রয়েছে।
আজকালের খবর/আতে