প্রকাশ: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ১:১১ পিএম

গাজীপুরে ডেঙ্গুর প্রাদুর্ভাব আশঙ্কাজনক রূপ নিচ্ছে। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি সেপ্টেম্বর মাসের শুরু থেকে এ পর্যন্ত সরকারি ও বেসরকারি মিলিয়ে ২,৭৫৯ জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৩৪ জন এবং বেসরকারি হাসপাতালে ১,৯২৫ জন।
গাজীপুরের সিভিল সার্জন মামুনুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। বর্তমানে শহীদ তাজউদ্দীন আহমদ হাসপাতালে ভর্তি আছেন ১০৪ জন রোগী।
শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল নতুন শনাক্ত ৩২ জন, বর্তমানে ভর্তি ১০৪ জন, কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সরকারি হাসপাতালে ৫ জন, বেসরকারি হাসপাতালে ২৮ জন ভর্তি, গাজীপুর সদর বেসরকারি হাসপাতাল ভর্তি ৭৪ জন,শহীদ আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল ৭ জন, বেসরকারি হাসপাতালে ২৯ জন ভর্তি।
এদিকে, সর্বশেষ হিসাব অনুযায়ী, সরকারি হাসপাতালে ভর্তি আছেন ১৩৭ জন এবং বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ১০৫ জন রোগী।
সি়ভিল সার্জন বলেন, ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারি ও বেসরকারি হাসপাতালে বিশেষ সেল চালু করা হয়েছে। পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন হওয়ার তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবচেয়ে জরুরি হলো মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস করা। বাড়ির ভেতরে ও আশপাশে পানি জমে থাকতে দেওয়া যাবে না।
আজকালের খবর/ এমকে