সোমবার ২৯ সেপ্টেম্বর ২০২৫
গাজীপুরে ডেঙ্গু আক্রান্ত ২,৭৫৯ জন: সরকারি হাসপাতালে ভর্তি ১৩৭
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ১:১১ পিএম
গাজীপুরে ডেঙ্গুর প্রাদুর্ভাব আশঙ্কাজনক রূপ নিচ্ছে। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি সেপ্টেম্বর মাসের শুরু থেকে এ পর্যন্ত সরকারি ও বেসরকারি মিলিয়ে ২,৭৫৯ জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৩৪ জন এবং বেসরকারি হাসপাতালে ১,৯২৫ জন।

 গাজীপুরের সিভিল সার্জন মামুনুর রহমান  জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। বর্তমানে শহীদ তাজউদ্দীন আহমদ হাসপাতালে   ভর্তি আছেন ১০৪ জন রোগী।

শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল নতুন শনাক্ত ৩২ জন, বর্তমানে ভর্তি ১০৪ জন, কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সরকারি হাসপাতালে ৫ জন, বেসরকারি হাসপাতালে ২৮ জন ভর্তি, গাজীপুর সদর বেসরকারি হাসপাতাল  ভর্তি ৭৪ জন,শহীদ আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল ৭ জন, বেসরকারি হাসপাতালে ২৯ জন ভর্তি।

এদিকে, সর্বশেষ হিসাব অনুযায়ী, সরকারি হাসপাতালে ভর্তি আছেন ১৩৭ জন এবং বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ১০৫ জন রোগী।

সি়ভিল  সার্জন বলেন, ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারি ও বেসরকারি হাসপাতালে বিশেষ সেল চালু করা হয়েছে। পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন হওয়ার তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবচেয়ে জরুরি হলো মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস করা। বাড়ির ভেতরে ও আশপাশে পানি জমে থাকতে দেওয়া যাবে না।

আজকালের খবর/ এমকে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
খাগড়াছড়ি ও গুইমারায় সাম্প্রদায়িক সহিংসতা সম্পর্কে সেনাবাহিনীর বিবৃতি
সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ লাইফ সাপোর্টে
৪৭তম বিসিএস প্রিলির ফল প্রকাশ, পাস ১০৬৪৪ জন
একুশে বইমেলা স্থগিত
২৭ দিনে প্রবাসী আয় এলো ২৩৪ কোটি ২০ লাখ ডলার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বরিশালের গৌরনদীতে জাকের পার্টির র‍্যালি ও আলোচনা সভা
পাহাড়ে শান্তির জন্য চাই সাম্প্রদায়িক সম্প্রীতি
৭৩ পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিচ্ছে নির্বাচন কমিশন
জান্নাতের টিকেট বিক্রেতারা ধর্ম ব্যবসায়ী: সালাহউদ্দিন
বসতবাড়ির মাটি খুঁড়ে মিলল ইয়াবা, যুবক আটক
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft