প্রকাশ: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ৮:১৮ পিএম

কক্সবাজারের টেকনাফে বসতবাড়ির পাশে মাটি খুঁড়ে এক লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। এ ঘটনায় এক যুবককে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার মধ্যরাতে উপজেলা সদর ইউনিয়নের নোয়াখালী পাড়া থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয় বলে জানান টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান।
আটক মোহাম্মদ ইসমাইল (৩২) সদর ইউনিয়নের দরগারছড়া এলাকার প্রয়াত শেখ আহম্মদের ছেলে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে নিজ কার্যালয়ে লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, সাগরপথে মিয়ানমার থেকে মাদকের একটি বড় চালান নোয়াখালী পাড়ায় আনার খবর পেয়ে রাতে অভিযান চালায় বিজিবি ও পুলিশ। প্রথমে দরগারছড়া এলাকায় সন্দেহজনক এক মাদককারবারির ঘরে অভিযান চালানো হয়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করে। তবে ধাওয়া দিয়ে একজনকে আটক করা সম্ভব হয়। পরে বিজিবির ডগ স্কোয়াডের সহায়তায় ‘মাদককারবারি’ তাহেরের ঘরের পাশে মাটিতে পুঁতে রাখা অবস্থায় এক লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয় বলে জানান আশিকুর রহমান।
তিনি বলেন, মাদকবিরোধী বিশেষ এই অভিযান সীমান্ত সুরক্ষা ও অপরাধ দমনে বিজিবির কঠোর ও জিরো টলারেন্স নীতির প্রতিফলন।
আটক ও পলাতক তিনজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।
আজকালের খবর/ওআর