রবিবার ২৮ সেপ্টেম্বর ২০২৫
বসতবাড়ির মাটি খুঁড়ে মিলল ইয়াবা, যুবক আটক
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ৮:১৮ পিএম
কক্সবাজারের টেকনাফে বসতবাড়ির পাশে মাটি খুঁড়ে এক লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। এ ঘটনায় এক যুবককে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার মধ্যরাতে উপজেলা সদর ইউনিয়নের নোয়াখালী পাড়া থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয় বলে জানান টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান।

আটক মোহাম্মদ ইসমাইল (৩২) সদর ইউনিয়নের দরগারছড়া এলাকার প্রয়াত শেখ আহম্মদের ছেলে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে নিজ কার্যালয়ে লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, সাগরপথে মিয়ানমার থেকে মাদকের একটি বড় চালান নোয়াখালী পাড়ায় আনার খবর পেয়ে রাতে অভিযান চালায় বিজিবি ও পুলিশ। প্রথমে দরগারছড়া এলাকায় সন্দেহজনক এক মাদককারবারির ঘরে অভিযান চালানো হয়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করে। তবে ধাওয়া দিয়ে একজনকে আটক করা সম্ভব হয়। পরে বিজিবির ডগ স্কোয়াডের সহায়তায় ‘মাদককারবারি’ তাহেরের ঘরের পাশে মাটিতে পুঁতে রাখা অবস্থায় এক লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয় বলে জানান আশিকুর রহমান।

তিনি বলেন, মাদকবিরোধী বিশেষ এই অভিযান সীমান্ত সুরক্ষা ও অপরাধ দমনে বিজিবির কঠোর ও জিরো টলারেন্স নীতির প্রতিফলন।

আটক ও পলাতক তিনজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।

আজকালের খবর/ওআর








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
৭৩ পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিচ্ছে নির্বাচন কমিশন
পাহাড়ে শান্তির জন্য চাই সাম্প্রদায়িক সম্প্রীতি
থালাপতি বিজয়ের জনসভায় পদদলনে নিহত অন্তত ৩১
বরিশালের গৌরনদীতে জাকের পার্টির র‍্যালি ও আলোচনা সভা
জান্নাতের টিকেট বিক্রেতারা ধর্ম ব্যবসায়ী: সালাহউদ্দিন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
৪১তম জাতীয় ভারোত্তোলন প্রতিযোগিতায় দুর্জয়ের স্বর্ণ পদক অর্জন
ট্রাম্প দম্পতির সঙ্গে প্রধান উপদেষ্টা ও তার মেয়ের ছবি প্রকাশ
গ্লোবাল ভিসা হাব লিমিটেড: দেশের শীর্ষস্থানীয় ভিসা ও ভ্রমণসহায়ক প্রতিষ্ঠান
সারাদেশে পূজামণ্ডপের নিরাপত্তায় ৪৩০ প্লাটুন বিজিবি
দালাল ছাড়াই যে পার্সপোর্ট অফিসে মেলে সেবা, খুশি সেবা প্রত্যাশীরা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft