আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা ৪ আসন (দেবীদ্বার) নির্বাচনী এলাকায় বিএনপির শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার অনুষ্ঠিত এই শোভাযাত্রা ও পথসভার নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও চারবারের সাবেক সংসদ সদস্য ইন্জিনিয়ার মন্জুরুল আহসান মুন্সী ও তার সন্তান জেলা উত্তর বিএনপির সিনিয়র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার রেজভীউল আহসান মুন্সী।
এ সময় উপজেলার প্রায় সকল বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী মাইক্রোবাস, প্রাইভেটকার ও মোটরসাইকেল নিয়ে এ কর্মসূচিতে অংশ নেন। নেতাকর্মীদের হাতে ছিল দলীয় পতাকা, এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন। শোভাযাত্রা সাশার পাড় থেকে শুরু করে আজ বিকালে উপজেলার রাজামেহার ইন্জিনিয়ার মন্জুরুল আহসান মুন্সীর আদর্শ কলেজ মাঠে এসে শেষ হয় এবং এক পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় প্রধান অতিথি হিসেবে মন্জুরুল আহসান মুন্সী জানান, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি দলের হয়ে কুমিল্লা-৪ আসন দেবীদ্বার থেকে তাকে মনোনয়ন দেওয়া হবে। তিনি বলেন- কারোর কথায় কান দিবেন না, আমার নমিনেশন কনফার্ম। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আমার কথা হয়েছে।
পরে নেতা কর্মীদের বিশ্বাস রেখে ঐক্য হয়ে মাঠে কাজ করার আহ্বান করেন এবং তার নির্বাচনী এলাকার উন্নয়নে প্রতিশ্রুতি দেন। তিনি ভোটারদের কাছে আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন- ব্যারিস্টার রেজভীউ মন্সী, মন্জুরুল আহসান মুন্সীর সহধর্মিণী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাজেদা আহসান মুন্সী, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাজুদ্দিন সাজু চেয়ারম্যান, উপজেলা বিএনপির প্রস্তাবিত সাধারণ সম্পাদক আবুল কালান আজাদ প্রমুখ।
আজকালের খবর/ওআর