প্রকাশ: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ৭:২৭ পিএম

কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপে টেকনাফগামী সিমেন্ট বোঝাই একটি কাভার্ডভ্যানের সাথে মোটরসাইকেলের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘটনাস্থলেই বাইক আরোহী ১ জন মারা যান, অন্যজন ২ বাইক আরোহী গুরুতর আহত হয়ে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় আরো ১ জন মারা যান।
রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে টেকনাফের সাবরাং ইউনিয়নের হারিয়াখালী শাহপরীর দ্বীপ প্রধান সড়কে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন, টেকনাফের সাবরাং ইউনিয়নের মৃত আনু মিয়ার ছেলে সাইফুল ইসলাম ও কক্সবাজার পৌরসভার ১ নং ওয়ার্ড সমিতিপাড়ার আমির হামজার ছেলে আব্দুর রউফ।
আহত অপর এক বাইক আরোহী মহেশখালী উপজেলার বাসিন্দা মোহাম্মদ হাসান (২২)।
স্থানীয়রা জানান, মোটরসাইকেলে থাকা তিন আরোহীর মধ্যে ঘটনাস্থলেই দুইজন মারা যান। অপরজনকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে টেকনাফ সদর হাসপাতালে নিয়ে যায় কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বর চট্টমেট্রো-ল-২০-০৩৬২ এবং কাভার্ডভ্যানের রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-উ-১১-২৩৪৪।
আজকালের খবর/ওআর