সোমবার ২৯ সেপ্টেম্বর ২০২৫
পাংশা থেকে চুরি হওয়া মোটরসাইকেল বরিশাল থেকে উদ্ধার, গ্রেপ্তার ২
এ.এইচ.এম শামিম রহমান (জন), পাংশা
প্রকাশ: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৫১ পিএম
পাংশা মডেল মসজিদের নিচতলা থেকে চুরি যাওয়া একটি মোটরসাইকেল উদ্ধারসহ আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। আজ রবিবার দুপুরে র‌্যাব-১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার এক প্রেস রিলিজের মাধ্যমে এ বিষয় নিশ্চিত করে।

গ্রেপ্তারকৃতরা হলেন, বরিশাল জেলার গৌরনদী উপজেলার দক্ষিণ বিজয়পুর গ্রামের মো. আ. মালেক সরদারের ছেলে মো. জহিরুল ইসলাম রনি (৩১) এবং একই উপজেলার মাহিলারা গ্রামের রনজিত চন্দ্র মন্ডলের ছেলে খোকন মন্ডল (৩০)।

প্রেস রিলিজের মাধ্যমে র‍্যাব জানায়, গত ২৬ ফেব্রুয়ারি দুপুর ১টা থেকে ১টা ৫০ মিনিটের মধ্যে পাংশা মডেল মসজিদের নিচতলার গ্যারেজে রাখা মো. আতিকুর রহমান ওরফে কুতুবের একটি সাদা ও গোলাপি রঙের সুজুকি জিক্সার এসএফ মোটরসাইকেল (রেজিঃ ঢাকা মেট্রো ল-৬৫-৩২৭৩), আনুমানিক মূল্য ৩ লাখ ৪০ হাজার টাকা, তালা ভেঙে চুরি করে নিয়ে যায় অজ্ঞাত চোর চক্র। এ ঘটনায় পাংশা থানায় চুরির মামলা দায়ের করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য র‌্যাব-১০ এর কাছে সহায়তা চান।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্য, সিসি ক্যামেরার ফুটেজ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় র‌্যাব-৮ এর সহযোগিতায় গতকাল শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে বরিশাল জেলার গৌরনদী উপজেলার মাহিলারা বাজার এলাকায় অভিযান চালিয়ে আসামি মো. জহিরুল ইসলাম রনি এবং খোকন মন্ডলকে গ্রেপ্তার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করে জব্দ করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার।

আজকালের খবর/ওআর








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
পাকিস্তানকে হারিয়ে নবম শিরোপা জিতল ভারত
খাগড়াছড়ি ও গুইমারায় সাম্প্রদায়িক সহিংসতা সম্পর্কে সেনাবাহিনীর বিবৃতি
সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ লাইফ সাপোর্টে
৪৭তম বিসিএস প্রিলির ফল প্রকাশ, পাস ১০৬৪৪ জন
একুশে বইমেলা স্থগিত
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বরিশালের গৌরনদীতে জাকের পার্টির র‍্যালি ও আলোচনা সভা
পাহাড়ে শান্তির জন্য চাই সাম্প্রদায়িক সম্প্রীতি
৭৩ পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিচ্ছে নির্বাচন কমিশন
জান্নাতের টিকেট বিক্রেতারা ধর্ম ব্যবসায়ী: সালাহউদ্দিন
বসতবাড়ির মাটি খুঁড়ে মিলল ইয়াবা, যুবক আটক
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft