সোমবার ২৯ সেপ্টেম্বর ২০২৫
চুয়াডাঙ্গা দর্শনার জিহাদ বিশ্বমঞ্চে রোবর্ট আবিষ্কার করে পেলেন স্বর্ণপদক
নজরুল ইসলাম, দামুড়হুদা (প্রতিনিধি) চুয়াডাঙ্গা
প্রকাশ: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৩২ পিএম
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা পৌরসভার পরানপুর গ্রামের কৃতি সন্তান জাহিদ হাসান জিহাদ বিদেশের মাটিতে দেশের পতাকা উড়ালেন। ইন্দোনেশিয়ান ইয়ং সায়েন্টিস্ট অ্যাসোসিয়েশন (IYSA)-এ অংশগ্রহণ করে রোবট আবিষ্কারের মাধ্যমে তিনি অর্জন করেছেন স্বর্ণপদক।

জানা গেছে, জিহাদ গত ২০ সেপ্টেম্বর বাংলাদেশ ত্যাগ করে ২২ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ায় আয়োজিত প্রতিযোগিতায় অংশ নেন। সেখানে নিজস্ব উদ্ভাবিত রোবট প্রদর্শন করে তিনি বিচারকদের মুগ্ধ করেন এবং সর্বোচ্চ সম্মাননা স্বর্ণপদক অর্জন করেন। এই সাফল্যের পর শনিবার (২৭ সেপ্টেম্বর) দেশে ফিরে আসেন জিহাদ। তাকে বরণ করে নিতে এলাকাজুড়ে আনন্দ-উল্লাসের সৃষ্টি হয়। স্বর্ণপদকজয়ী এ তরুণকে এক নজর দেখার জন্য বাড়িতে ভিড় জমায় বিভিন্ন বয়সের মানুষ।

স্থানীয়রা জানান, জিহাদ শুধু দর্শনার নয়, এখন পুরো বাংলাদেশের গর্ব। বিদেশের মাটিতে সে দেশের নাম উজ্জ্বল করেছে। আমরা প্রত্যাশা করি ভবিষ্যতে আরও বড় অর্জন নিয়ে সে দেশের মুখ উজ্জ্বল করবে।

বর্তমানে দর্শনা সরকারি কলেজে এইচএসসি অধ্যয়নরত জিহাদ পরানপুর গ্রামের জয়নাল আবেদিন ও পূর্ণিমা বেগমের সন্তান। ছেলের এই সাফল্যে বাবা-মা আবেগআপ্লুত হয়ে সকলের কাছে দোয়া কামনা করেছেন, যেন জিহাদ আরও বড় সাফল্যের স্বপ্ন পূরণ করতে পারে।

স্বর্ণপদক জয়ী জিহাদ জানিয়েছেন, বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি তার বিশেষ আগ্রহ শৈশব থেকেই। রোবট তৈরি করে আন্তর্জাতিক মঞ্চে পুরস্কার পাওয়া তার জীবনের বড় অনুপ্রেরণা। তিনি বলেন, আমার লক্ষ্য একদিন বিশ্বমানের বিজ্ঞানী হওয়া। বাংলাদেশকে প্রযুক্তি ও উদ্ভাবনে নতুন উচ্চতায় নিয়ে যেতে চাই।

জিহাদের এ সাফল্য প্রমাণ করে একটি ছোট শহরের স্বপ্নবাজ তরুণও বিশ্বজয়ের স্বপ্ন বাস্তবায়নে করতে পারে। তার এই অর্জন দর্শনা ও চুয়াডাঙ্গার সীমা ছাড়িয়ে আজ গোটা বাংলাদেশের গর্বের গল্প হয়ে উঠেছে। 

আজকালের খবর/ওআর








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
পাকিস্তানকে হারিয়ে নবম শিরোপা জিতল ভারত
খাগড়াছড়ি ও গুইমারায় সাম্প্রদায়িক সহিংসতা সম্পর্কে সেনাবাহিনীর বিবৃতি
সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ লাইফ সাপোর্টে
৪৭তম বিসিএস প্রিলির ফল প্রকাশ, পাস ১০৬৪৪ জন
একুশে বইমেলা স্থগিত
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বরিশালের গৌরনদীতে জাকের পার্টির র‍্যালি ও আলোচনা সভা
পাহাড়ে শান্তির জন্য চাই সাম্প্রদায়িক সম্প্রীতি
৭৩ পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিচ্ছে নির্বাচন কমিশন
জান্নাতের টিকেট বিক্রেতারা ধর্ম ব্যবসায়ী: সালাহউদ্দিন
বসতবাড়ির মাটি খুঁড়ে মিলল ইয়াবা, যুবক আটক
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft