
গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা মেম্বার মর্জিনা বেগমের বিরুদ্ধে প্রতারণা ও দুর্নীতির তিনটি গুরুতর অভিযোগ উঠেছে। এ অভিযোগের প্রেক্ষিতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও অন্যান্য সকল মেম্বার তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছেন। আজ রবিবার বিকেলে ইউপি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অনাস্থার ঘোষণা দেন তারা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, মেম্বার মর্জিনা সাধারণ মানুষের কাছ থেকে সাবমারসিবল মোটর, গর্ভবতী ভাতা ও প্রতিবন্ধী ভাতার আশ্বাস দিয়ে অর্থ আদায় করেছেন।
তারা জানান, সারাইয়া গ্রামের বিশ্বনাথ দাসের কাছ থেকে সাবমারসিবল মোটর দেওয়ার নামে ৪০ হাজার টাকা, উত্তম চন্দ্র দাসের স্ত্রীর কাছ থেকে মাতৃত্বকালীন ভাতার নামে ৭ হাজার টাকা, মিহির চন্দ্র মণ্ডলের কাছ থেকে প্রতিবন্ধী ভাতার নামে ৩ হাজার টাকা নেন।
অভিযোগকারীদের দাবি, টাকা নেওয়ার পরও প্রতিশ্রুতির সুবিধা তারা পাননি। দীর্ঘদিন ধরে ঘুরলেও ভুক্তভোগীরা শুধু হয়রানির শিকার হয়েছেন। ভুক্তভোগীদের লিখিত অভিযোগের ভিত্তিতে ইউপি চেয়ারম্যান মো. হাবিবুর রহমান খান গ্রাম্য সালিশ ডাকেন। সালিশে মর্জিনা বেগমের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তিনি ক্ষিপ্ত হয়ে চেয়ারম্যান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উদ্দেশে অশালীন ভাষা ব্যবহার করেন এবং ‘দেখে নেওয়ার’ হুমকি দেন বলে অভিযোগ করেন উপস্থিতরা।
সংবাদ সম্মেলনে চেয়ারম্যান হাবিবুর রহমান খানসহ ১, ৪, ৫, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের মেম্বাররা বক্তব্য দেন। তারা অভিযোগ করেন, মেম্বার মর্জিনা নিজের দুর্নীতি আড়াল করতেই এখন উল্টো চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালাচ্ছেন এবং বিভিন্ন গণমাধ্যমে অসত্য তথ্য ছড়াচ্ছেন।
ভুক্তভোগীরা বলেন, আমরা সাবমারসিবল মোটর ও ভাতা পাওয়ার আশায় টাকা দিয়েছিলাম। দীর্ঘদিনেও কিছু পাইনি। এখন উল্টো আমাদের হুমকি দেওয়া হচ্ছে।
ইউপি চেয়ারম্যান মো. হাবিবুর রহমান খান বলেন, সাধারণ মানুষের অর্থ আত্মসাতের অভিযোগে সালিশ ডাকতেই মর্জিনা আমার বিরুদ্ধে মিথ্যা প্রচারণা শুরু করেছেন। এমনকি আমাকে প্রাণনাশের হুমকি দিয়েছেন। আমি এসব অপপ্রচার ও মিথ্যা অভিযোগের তীব্র নিন্দা জানাচ্ছি।
অভিযোগের বিষয়ে মেম্বার মর্জিনা বেগম সবকিছু অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। গণ্যমান্য ব্যক্তিরা জানান, চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে।
আজকালের খবর/ওআর