প্রকাশ: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৩৪ পিএম

২০ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত দেশব্যাপী জাকের পার্টির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গৌরনদী-আগৈলঝাড়ার সকল ইউনিয়নের উদ্যোগে সাংগঠনিক জনসভার ধারাবাহিকতায় শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় গৌরনদী উপজেলার ২নং বার্থী ইউনিয়নের বার্থী তারা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা-বরিশাল মহাসড়কের বার্থী বাসস্ট্যান্ড এলাকা থেকে র্যালি শুরু হয়ে বার্থী বাজার এলাকা প্রদক্ষিণ করে আয়োজিত সভাস্থলে এসে র্যালির সমাপ্তি হয় এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পরবর্তীতে জাকের পার্টির ২নং বার্থী ইউনিয়ন শাখার সভাপতি মো. মোখলেছুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা শুরু হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টির স্থায়ী কমিটির সদস্য ও বরিশাল বিভাগীয় সভাপতি আলহাজ্ব মো. মিজানুর রহমান বাচ্চু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টির গৌরনদী উপজেলা শাখার সভাপতি মো. রিয়াজ মোর্শেদ স্বাধীন খাঁন।
সভায় উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা শাখা ছাত্র ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দীন কাজী সহ ছাত্র ফ্রন্ট, ছাত্রী ফ্রন্ট, মহিলা ফ্রন্ট, সেচ্ছাসেবক ফ্রন্ট, যুব সেচ্ছাসেবক ফ্রন্ট সহ গৌরনদী ও আগৈলঝাড়ার জাকের পার্টির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
শেষে দোয়া, মোনাজাত ও উপস্থিত সকলকে তবারক বিতরণের মধ্যে দিয়ে আয়োজিত আলোচনা সভা শান্তিপূর্নভাবে শেষ হয়।
আজকালের খবর/ওআর