মঙ্গলবার ২৩ সেপ্টেম্বর ২০২৫
চলন্ত ট্রেনে সন্তানের জন্ম
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ১:৫১ পিএম
চুয়াডাঙ্গা থেকে যশোরগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনে সন্তান প্রসব করেছেন রেশমা খাতুন (২৭) নামে এক নারী।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বাবার বাড়ি যাওয়ার পথে চলন্ত ট্রেনেই তিনি একটি ছেলে সন্তানের জন্ম দেন। বর্তমানে মা ও নবজাতক দুজনই সুস্থ আছেন।

রেশমা চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মোহাম্মদ রনির স্ত্রী। তিনি আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন এবং সন্তান প্রসবের জন্য মা মনোয়ারা খাতুনের সঙ্গে ট্রেনে করে যশোর যাচ্ছিলেন। দর্শনা স্টেশন পার হওয়ার পরপরই তার প্রসব বেদনা শুরু হয়। ট্রেনের ভেতরেই সহযাত্রীদের সহায়তায় তিনি সন্তান প্রসব করেন। এর আগে এই দম্পতির দুটি ছেলে সন্তান ছিল, তাই এটি তাদের তৃতীয় সন্তান।

খবরটি আগেই যশোর রেলওয়ে স্টেশনে পৌঁছে যাওয়ায় সেখানে ফায়ার সার্ভিস এবং অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়। ট্রেনটি দুপুর ১২টার দিকে স্টেশনে পৌঁছালে ফায়ার সার্ভিস সদস্যরা প্রসূতি ও নবজাতককে দ্রুত যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করান।

হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক বিচিত্র মল্লিক জানান, সুস্থ অবস্থায় মা ও নবজাতককে হাসপাতালে আনা হয়েছিল। পরে সিনিয়র স্টাফ নার্স শিরিনা আক্তার নবজাতকের নাড়ি কেটে দেন।

গাইনি বিভাগের মেডিকেল অফিসার ডা. রাবেয়া খাতুন জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে রেশমাকে দুই ব্যাগ রক্ত দিতে হয়েছে। বর্তমানে তারা দুজনেই বিপদমুক্ত এবং সুস্থ আছেন। 

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
জেলা শ্রমিক লীগ সভাপতির ঝুলন্ত লাশ উদ্ধার
বীর মুক্তিযোদ্ধাকে নানা সাজিয়ে: মিথ্যা তথ্যে চাকরি নিল কনস্টেবল তুহিন
অতীতের সব রেকর্ড ভেঙে সোনার ভরি ১৯১১৯৬ টাকা
পেছাল রাকসু নির্বাচন
রাশিয়ান হাউসে মাস্টার ক্লাসসহ সাত সিনেমার আয়োজন সম্পন্ন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার রুটে বাস চলাচল বন্ধ
বগি নম্বর খ
সেরা তথ্যচিত্র নির্মাতা মুক্তি মাহমুদ
ভোজ্যতেলের দাম লিটারে বাড়ছে ১ টাকা, ব্যবসায়ীদের আপত্তি
২১ দিনে রেমিট্যান্স এলো দুই বিলিয়ন ডলার
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft