জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং গণঅধিকার পরিষদ একটি দলে একীভূত হওয়ার জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গড়ে ওঠা তরুণদের দল দুটি একীভূত হলে এতে আরও একাধিক দল যুক্ত হতে পারে।
বিষয়টি নিয়ে তরুণ দুই রাজনৈতিক দলের নেতাদের মধ্যে আলোচনা চলছে। আলোচনায় দুই দলই পজিটিভ বলে জানিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। এনসপি ও গণ অধিকার পরিষদ একীভূত হওয়ার আলোচনা চলছে জানিয়ে রবিবার নিজের ফেসবুকে একটি পোস্ট করেছেন রাশেদ খান।
ওই ফেসবুক পোস্টে রাশেদ খান বলেন, ‘তরুণরা ঐক্যবদ্ধ হওয়ার আলোচনা ইতিবাচকভাবে অগ্রসর হচ্ছে। যদি কিন্তু ছাড়াই ঐক্যবদ্ধভাবে পথচলার নবযাত্রা শুরু হলে এই দেশের রাজনীতিতে অনেক ইতিবাচক পরিবর্তন আসবে।’
গণঅধিকার পরিষদ ও এনসিপির নেতাকর্মীদের অনেকের ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন, ২০১৯ সালের ডাকসু নির্বাচন, ২০২১ সালের মোদির আগমনবিরোধী আন্দোলনসহ রাজপথে একসাথে পথচলার দীর্ঘ ইতিহাস, একসাথে রাজনীতি করার ইতিহাস রয়েছে। ২০২৪ এর গণ-অভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্লাটফর্মেও দুই দলের নেতারা একসঙ্গে কাজ করায় সখ্যতা আছে বলে জানিয়েছেন রাশেদ খান।
তিনি বলেন, ‘এই দেশের জনগণেরও একটা প্রত্যাশা আছে, তরুণরা ঐকবদ্ধ হয়ে কাজ করুক। সেই জায়গা থেকে আমরা আলোচনা ইতিবাচকভাবে চালিয়ে যাচ্ছি। একীভূত হওয়ার ব্যাপারে এখনো পর্যন্ত উভয় দলের নেতৃস্থানীয়দের মধ্যে পজিটিভ দৃষ্টিভঙ্গি বিরাজ করছে। এক্ষেত্রে ঐক্য বাধাগ্রস্ত হয় এমন কোনো মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে না করার বিষয়ে সবার প্রতি অনুরোধ করছি।’
গণঅধিকারের সভাপতি নুরুল হক নুর আজ (সোমবার) উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন। তিনি দেশে ফেরার পর শুরু হবে আনুষ্ঠানিক আলোচনা।
একীভূত হওয়া দলটি কী নতুন নামে আত্মপ্রকাশ করবে, নাকি একটি দলের নামেই পরিচালিত হয়ে অপর দলটিকে বিলুপ্ত ঘোষণা করা হবে? এমন প্রশ্ন রয়েছে নেতাকর্মীদের মনে। এ ছাড়া দলের প্রধান হবেন কে নাহিদ ইসলাম নাকি নুরুল হক নুর।
অবশ্য দল দুটির নেতারা এসব বিষয় নিয়ে আলোচনা চলমান রেখেছে। দুই দলই ছাড় দেওয়ার মানসিকতা নিয়ে এগিয়ে যাচ্ছে। তবে এনসিপি নাম পরিবর্তন করতে রাজি না। এই নামেই রাজনীতি করতে চান তারা।
এনসিপি সূত্রে জানা যায়, ‘নতুন কোনো প্ল্যাটফর্ম নয়, একীভূত হওয়া দলটি এনসিপি নামেই রাজনীতি করবে। গণঅধিকার পরিষদকে এনসিপির পতাকাতলে নিয়ে আসা হবে। একীভূত দলটির প্রধান হিসেবে থাকবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। গণঅধিকারের সভাপতি নুরুল হক নুরকে এনসিপির গুরুত্বপূর্ণ ও সম্মানজনক পদে অধিষ্ঠিত করা হবে।’
এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক লিঁয়াজো প্রধান আরিফুল ইসলাম আদীব গণমাধ্যমকে বলেন, ‘গণঅধিকার পরিষদের সঙ্গে এনসিপির গঠন প্রক্রিয়া এবং রাজনৈতিক আদর্শগত মিল রয়েছে। দুটি দলই তারুণ্যশক্তিনির্ভর। একীভূত করার বিষয়ে আমাদের মধ্যে অনানুষ্ঠানিক আলোচনা চলছে।’
এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ বলেন, ‘একটা কথা স্পষ্ট এনসিপির নাম পরিবর্তন হচ্ছে না। এক বা একাধিক দল এনসিপির সঙ্গে একীভূত হওয়ার ব্যাপারে আলোচনা চলছে। আর ইনশাআল্লাহ তরুণদের শক্তি ঐক্যবদ্ধ হলে বাংলাদেশের রাজনীতিতে এক নতুন যুগের সূচনা হবে।’
সূত্র: কালের কণ্ঠ
আজকালের খবর/ এমকে