মঙ্গলবার ২৩ সেপ্টেম্বর ২০২৫
রাশিয়ান হাউসে মাস্টার ক্লাসসহ সাত সিনেমার আয়োজন সম্পন্ন
প্রকাশ: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ৯:০৬ পিএম
তিনটি মাস্টার ক্লাস এবং বিভিন্ন সময় মস্কো চলচ্চিত্র উৎসবে অংশ নেওয়া ছয়টি সিনেমা নিয়ে ধানমন্ডির রাশিয়ান হাউস আলোচনায় উঠে এসেছে। 

“সেলিব্রেটিং সিনেমা” শীর্ষক এই উৎসবে আধুনিক প্রযুক্তির ব্যবহারে চলচ্চিত্র প্রদর্শনের অভিজ্ঞতা দিতে আয়োজনটি সাজানো হয়েছে ডিসিপি (ডিজিটাল সিনেমা প্যাকেজ) ও ৭.১ সাউন্ড সিস্টেমে। দুই দিনে মোট সাতটি দেশি-বিদেশি চলচ্চিত্র দেখানো হবে, এর মধ্যে রয়েছে ফ্রম সুরমা (২০২৪, বাংলাদেশ), পেয়ারার সুবাস (২০২৩, বাংলাদেশ), আম কাঁঠালের ছুটি (২০২৩, বাংলাদেশ), ইউয়ান শাং (২০১৭, চীন), ভারগুয়েঞ্জা (২০২৪, মেক্সিকো-কাতার যৌথ প্রযোজনা) এবং আ সিজ ডায়েরি (২০২০, রাশিয়া)।

চলচ্চিত্রপ্রেমীদের মিলনমেলা সের্গেই বন্দারচুক ফিল্ম ক্লাব ৩০ বছর পূর্তি উদযাপনকে উপলক্ষ্যে  ২০-২১ সেপ্টেম্বর ধানমন্ডির রাশিয়ান হাউজে দুই দিনব্যাপী বিশেষ আয়োজনের সূচনা হয় শনিবার বিকালে বহুল আলোচিত চলচ্চিত্র “জাগো হুয়া সাবেরা” প্রদর্শনের মাধ্যমে। এ জে কারদার পরিচালিত এই ছবিটি মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে প্রথম স্বর্ণপদক অর্জন করেছিল।
আয়োজনের অংশ হিসেবে ছিলো তিনটি মাস্টারক্লাস। ২০ সেপ্টেম্বর Cinema: Understanding Russian Classic  এর উপর ক্লাস করান চলচ্চিত্র পরিচালক নুরুল আলম আতিক।

২১ সেপ্টেম্বর Literature: Understanding Russian Classic এর উপর ক্লাস নেন অধ্যাপক আব্দুস সেলিম এবং একই দিনে Stanislavski: Method Acting ক্লাস নেন অধ্যাপক সৈয়দ জামিল আহমেদ।

এর আগে অনুষ্ঠান শুরুতে আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফিল্ম সার্টিফিকেশন বোর্ডের ভাইস চেয়ারম্যান আব্দুর রহমান। এতে বিশেষ অতিথি ছিলেন চলচ্চিত্র সাংবাদিক ও গবেষক চিন্ময় মুৎসুদ্দি, বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ এর সভাপতি জহিরুল ইসলাম কচি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজন সংগঠনের আহ্বায়ক বিবেশ রায়, স্বাগত বক্তব্য দেন সদস্য সচিব আহমেদ তেপান্তর।

১৯৯৫ সালের ২০ সেপ্টেম্বর প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা, চিত্রগ্রাহক ও শিক্ষক এম. এ. সামাদ কর্তৃক প্রতিষ্ঠিত সের্গেই বন্দারচুক ফিল্ম ক্লাব চলচ্চিত্রপ্রেমী, শিক্ষার্থী ও সংস্কৃতিচর্চাকারীদের জন্য গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র। তিন দশক পূর্তিতে ক্লাবটি অতীতের ঐতিহ্যকে স্মরণ করার পাশাপাশি আধুনিক প্রজন্মের জন্য নতুন চলচ্চিত্রচর্চার দিগন্ত উন্মোচনে এগিয়ে যাচ্ছে।

আজকালের খবর/আতে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন ড. মুহাম্মদ ইউনূস
দেবীদ্বারে প্রতিমা তৈরির কাজ শেষ, এখন চলছে রঙ ও সাজসজ্জা
জেলা শ্রমিক লীগ সভাপতির ঝুলন্ত লাশ উদ্ধার
বীর মুক্তিযোদ্ধাকে নানা সাজিয়ে: মিথ্যা তথ্যে চাকরি নিল কনস্টেবল তুহিন
অতীতের সব রেকর্ড ভেঙে সোনার ভরি ১৯১১৯৬ টাকা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বগি নম্বর খ
রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার রুটে বাস চলাচল বন্ধ
২১ দিনে রেমিট্যান্স এলো দুই বিলিয়ন ডলার
ভোজ্যতেলের দাম লিটারে বাড়ছে ১ টাকা, ব্যবসায়ীদের আপত্তি
পুঁজিবাজার থেকে সবসময় মুনাফা আসবে এমন ধারণা ভুল : অর্থ উপদেষ্টা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft