প্রকাশ: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৪৭ পিএম

ফেনীর সোনাগাজীতে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে ছাত্রদল-যুবদলের একাংশের নেতাকর্মীরা ঝাড়ু মিছিল করছে। নিজেদেরকে জুলাই যোদ্ধা দাবি করে আজ সোমবার বিকালে তারা এ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন।
পৌর শহরের পশ্চিম বাজার থেকে চরদরবেশ ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক নুর আলম রিয়াদ ও পৌর ছাত্রদলের সদস্য সচিব রহমত উল্লাহ শাহীনের নেতৃত্বে মিছিলটি শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জিরো পয়েন্টের শহীদ চত্ত্বরে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- যুবদলকর্মী জুলাই যোদ্ধা এনায়েত উল্যাহ বাপ্পী, ছাত্রদল কর্মী জুলাই যোদ্ধা আরিফুল ইসলাম ও পৌর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক প্রার্থী শাহাদাৎ হোসেন সজিব।
তারা দাবি করেন, জুলাই যোদ্ধা এনায়েত উল্যাহ বাপ্পী, ২৪ সালের ৪ আগস্ট ফেনীর মহিপালে বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে গুলিবিদ্ধ হন। তিনি চিকিৎসাধীন থাকায় মামলা করতে পারেন নি। তার শরীরে এখনও ৩৬টি গুলির স্প্লিন্টার রয়েছে। গত ১৭ সেপ্টেম্বর তিনি ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন করেন। মামলায় ১০৬ জনের নাম উল্লেখ করে ও ৫০-১০০ জনকে আসামি করা হয়। একই মামলায় তিনজন সাংবাদিককে আসামি করায় পরদিনই বাদী মামলাটি প্রত্যাহার করেন।
এ ঘটনায় এক সংবাদ সম্মেলনে ফেনী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী ওই মামলার বাদী এনায়েত উল্যাহ বাপ্পী যুবদলের কেউ নয় বলে দাবি করেন। এ ঘটনায় যুবদলকর্মী বাপ্পী ও তার অনুসারীরা জুলাই যোদ্ধাদের অবমাননার দাবি করেন এবং আজ ঝাড়ু মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন।
আজকালের খবর/ওআর