প্রকাশ: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৩৯ পিএম

বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও তারেক রহমানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার এম এ সালাম বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান নির্বাচনের আগেই দেশে ফিরবেন এবং তিনি নিজেই নির্বাচনে অংশ নিবেন। তারেক রহমানের দেশে ফেরার পর তার নিরাপত্তার বিষয়টি দলের উচ্চপর্যায়ের নেতৃবৃন্দ দেখছেন। এ বিষয়ে সরকারের সাথে আলোচনা হচ্ছে।
আজ সোমবার দুপুরে নগরের একটি হোটেলে সিলেটের সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, বিএনপি বিশ্বাস করে, জনগণের শক্তিই আমাদের সবচেয়ে বড় নিরাপত্তা এবং জনগণের রায়ই হবে চূড়ান্ত নির্ধারক।
তারেক রহমানের নেতৃত্বে দল ঐক্যবদ্ধ জানিয়ে তিনি বলেন, আগামী দেশের জনগণ বিএনপিকে মেন্ডেট দিলে তারেক রহমানই দেশের দায়িত্ব নিবেন।
আজকালের খবর/ওআর