তথ্যচিত্র নির্মাতা হিসেবে ট্র্যাব এক্সিলেন্ট অ্যাওয়ার্ড ২০২৫ এর সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন মুক্তি মাহমুদ। গত ২০ সেপ্টেম্বর জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত পুরস্কার প্রদান অনুষ্ঠানে তার হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গণি চৌধুরী। ‘প্রতিটি শিশুর অধিকার রক্ষা আমাদের অঙ্গীকার’ তথ্যচিত্রের জন্য তিনি এই পুরস্কার পেয়েছেন।
পুরস্কার অর্জনের অনুভূতি প্রকাশে মুক্তি বলেন, এই পুরস্কার যেন কেবল ব্যক্তিগত স্বীকৃতি নয়, বরং সব পরিশ্রমী চলচ্চিত্রকর্মীরও স্বীকৃতি। এই পুরস্কার একজন নির্মাতার জীবনে স্বপ্নপূরণের দলিল।
মুক্তি মাহমুদ একজন বহুমুখী একাধারে একজন প্রোডিউসার, পরিচালক, অভিনেতা এবং ফ্রিল্যান্স মিডিয়া ডিরেক্টর।তিনি বাংলাদেশ বেতারে ড্রামা প্রোডিউসার হিসেবে কাজ করছেন এবং বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম, টিভি ড্রামা ডিরেক্টর্স গিল্ড, টেলিভিশন প্রোগ্রাম প্রোডিউসার অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ সিনে ডিরেক্টরিয়াল অ্যাসোসিয়েশনের সদস্য।
আজকালের খবর/আতে