প্রকাশ: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৪৮ পিএম

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) শিক্ষার গুণগতমান উন্নয়নে ধারাবাহিকভাবে ইতিবাচক পরিবর্তন আনছে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের ঢাকা আঞ্চলিক কেন্দ্রে আয়োজিত প্রমোশনাল কার্যক্রম বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপাচার্য বলেন, গত এক বছরে বাউবির শিক্ষার মানে সুস্পষ্ট অগ্রগতি হয়েছে। বাউবি ইতোমধ্যে কোয়ালিটি এডুকেশন নিশ্চিত করার ক্ষেত্রে দৃঢ় অবস্থান তৈরি করেছে। পরীক্ষায় নকলমুক্ত পরিবেশ বজায় রাখা এবং শিক্ষার্থীদের প্রকৃত শিক্ষায় সম্পৃক্ত করাই আমাদের প্রধান লক্ষ্য।
তিনি আরও উল্লেখ করেন, বয়স বা পেশা নির্বিশেষে নারী-পুরুষ সকলের জন্য শিক্ষা গ্রহণের সুযোগ বাউবি নিশ্চিত করছে। তাই প্রমোশনাল কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে এবং এ ক্ষেত্রে বাউবি পরিবারের পাশাপাশি দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদেরও সক্রিয় সহযোগিতা অপরিহার্য। সভায় উপস্থিত শিক্ষক-শিক্ষিকাদের হাতে তিনি প্রচারণামূলক লিফলেটও বিতরণ করেন।
সভায় সভাপতিত্ব করেন ঢাকা আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক পরিচালক জনাব টিএম আহমেদ হুসেইন। এ সময় উপাচার্যের একান্ত সচিব ও যুগ্ম-পরিচালক মো. নাসির উদ্দীন, যুগ্ম-আঞ্চলিক পরিচালক মো. শাহা আলম সরকার, মোহাম্মদ মাহমুদুল আমিনসহ ঢাকা আঞ্চলিক কেন্দ্রের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। এছাড়া ঢাকা আঞ্চলিক কেন্দ্রাধীন উপ-আঞ্চলিক কেন্দ্রসমূহের প্রধানগণ, বিভিন্ন প্রোগ্রামের স্টাডি সেন্টারের সমন্বয়কারী ও প্রতিনিধিরা সভায় অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা বাউবির প্রোগ্রামসমূহকে দেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিতে প্রচারণা কার্যক্রমকে আরও বেগবান করার আহ্বান জানান।
আজকালের খবর/ওআর