বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর ২০২৫
পেকুয়ায় মসজিদ কমিটি নিয়ে সংঘর্ষে আহত ২
পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ৮:১৫ পিএম
কক্সবাজারের পেকুয়ায় মসজিদ পরিচালনা কমিটি নিয়ে বিরোধ প্রকট আকার ধারণ করেছে। সৃষ্ট বিরোধকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে দুজন গুরুতর আহত হয়েছে। আজ বুধবার বিকেল ৪টার দিকে উপজেলার মগনামা ইউনিয়নের শরতঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পেকুয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। 

আহতরা হলেন- শরতঘোনা এলাকার আবদুল মালেকের পুত্র মো.কায়সার (৪৫), ও মৃত আবদুল হাকিমের পুত্র মহি উদ্দিন (২৮)। তাদেরকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। কায়সার এর অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করা হয়েছে। তার হাতে হাড়ভাঙা আঘাত রয়েছে বলে জানান কর্তব্যরত চিকিৎসক। 

স্থানীয়রা জানান, শরতঘোনা মাদরাসা পাড়া জামে মসজিদ পরিচালনা কমিটি নিয়ে স্থানীয় মাওলানা মনির উদ্দিন ও মোতোয়াল্লী আবুল হাসেম গং এর সঙ্গে মসজিদ পরিচালনা কমিটির সাবেক সভাপতি শামসুল আলম ও সেক্রেটারী নাজেম উদ্দিন গংদের বিরোধ চলছে। সম্প্রতি মসজিদের আয়-ব্যয়ের হিসাব নিয়ে দু’পক্ষের বিরোধ চরম আকার ধারণ করে। এর জের ধরে দুপক্ষ দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে কয়েকজন আহত হন।

এ ব্যাপারে মাওলানা মনির উদ্দিন বলেন, তিনি মসজিদ পরিচালনা কমিটির বর্তমান সভাপতি। তিন মাস আগে দায়িত্ব প্রাপ্ত হন। পুর্বের কমিটিতে যারা ছিল তাদের দু’ বছরের জন্য দায়িত্ব দেওয়া হয়। কিন্তু তারা পেশি শক্তি জোরে টানা এক যুগ দায়িত্ব পালন করেন। এ নিয়ে সমাজের মানুষ ও সাবেক কমিটির নেতৃত্ববৃদন্দের সঙ্গে দ্বন্ধ লেগেই থাকতো। আমরা মসজিদের আয়-ব্যয়ের হিসাব চাওয়ায় তারা ক্ষিপ্ত হন। গড়িমসি করে গত কোরবানি ঈদের আগের দিন ২০২৪ সালের একটি মনগড়া হিসাব দেন। অথচ তারা টানা ১২ বছর দায়িত্ব পালন করেন। লিখিত আবেদনের প্রক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এর দু’জন প্রতিনিধি তদন্তে যান। এতে ক্ষিপ্ত হন শামসুল আলম ও নাজেম উদ্দিন গং। প্রতিনিধি চলে যাওয়ার পর তারা সংঘবদ্ধ হয়ে হামলা চালান। হামলায় রমজান আলী, শেহাব উদ্দিন গিয়াস উদ্দিন মনু, শামসুল আলম, গিয়াস উদ্দিন, কবির হোসেন, আবদুল খালেক, আবুল হাসেম, তারেক, দিদারুল ইসলাম, মনির উদ্দিন, ইদ্রিস, মনছুর আলমসহ ২০-২৫ জন অংশ নেন।

মসজিদের মোতায়াল্লী আবুল হাসেম বলেন, শামসুল আলম, ও নাজেম উদ্দিন গং দীর্ঘদিন ধরে দায়িত্ব পালনকালে মসজিদের বিপুল পরিমান অর্থ আত্মসাত করেন। দুই বছরের জন্য দায়িত্ব দেওয়া হলেও তারা ক্ষমতার জোরে ১২ বছর দায়িত্ব পালন করেন। আমরা বার বার মসজিদের আয়-ব্যয়ের হিসাব দিতে বলি। কিন্তু, তারা গড়িমসি করে। কয়েক মাস আগে মাত্র এক বছরের হিসাব দেন। তাও আবার মৌখিক হিসাব। কাগজে কলমের কোনো প্রমানস্বরুপ হিসাব দিতে পারেনি। আজকে এর জের ধরে আমাদের উপর পরিকল্পিত হামলা চালায়। গত বৃহস্পতিবার তারা বর্তমান কমিটির সহ-সেক্রেটারী জাকরিয়াকে মারধরের চেষ্টা করে। আমরা পুলিশ পাহারায় শুক্রবার জুমার নামাজ আদায় করি।

পেকুয়া থানার উপপরিদর্শক (এসআই) ফরিদ জানান, মসজিদ কমিটি নিয়ে দু’পক্ষের দ্বন্ধ চলছে। ৯৯৯ এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। উভয়পক্ষকে শান্ত থাকতে বলেছি।

আজকালের খবর/ওআর








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
অবশেষে ভারতে পৌঁছালো বাংলাদেশি ইলিশের প্রথম চালান
রিজার্ভ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো
ডেঙ্গু কাড়লো আরও ৫ প্রাণ, হাসপাতালে ভর্তি ৬২২
কোয়ালিটি এডুকেশনের নতুন দিগন্ত উন্মোচনে বাউবি: উপাচার্যের মতবিনিময় সভা
বাউবিতে টেন্ডার ও সেবা ক্রয় বিষয়ে প্রশিক্ষণ: স্বচ্ছতা নিশ্চিতেই টেকসই উন্নয়ন সম্ভব
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জামায়াত কি বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়, প্রশ্ন আমীর খসরুর
জব্দকৃত মাছ এতিমখানায় বিতরণের নির্দেশ সাতক্ষীরা ম্যাজিস্ট্রেট আদালতের
প্রথম চালানে ভারতে গেল সাড়ে ৩৭ টন ইলিশ
বিস্ফোরক মামলায় নাসিরনগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার
পেকুয়ায় মসজিদ কমিটি নিয়ে সংঘর্ষে আহত ২
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft