বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর ২০২৫
সিলেটে হত্যা মামলায় স্বামী-স্ত্রী গ্রেপ্তার
সিলেট ব্যুরো
প্রকাশ: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ৭:২০ পিএম
সিলেটের সীমান্তবর্তী কানাইঘাট উপজেলার বড়চতুল ইউনিয়নে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সংঘটিত হত্যাকাণ্ডের প্রধান আসামি বাবুল আহমদ ও তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার ভোররাতে জৈন্তাপুর উপজেলার হারাতৈল গ্রামের একটি বাড়ি থেকে আত্মগোপন অবস্থায় তাদের আটক করা হয়। 

নিহত নুরুল ইসলাম ওরফে সানা (৫০), যিনি বড়চতুল ইউনিয়নের রাঙ্গারাই গ্রামের বাসিন্দা এবং স্থানীয় চতুল বাজারে দিনমজুর হিসেবে কাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে নুরুল ইসলাম ও তার চাচাতো ভাই বাবুল আহমদের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। মঙ্গলবার বিকেল ৫টার দিকে নুরুল ইসলামের এক শিশুসন্তান বাবুলের জমিতে মলত্যাগ করলে তুচ্ছ এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বাবুল আহমদ, তার ছেলে মুমিন আহমদসহ পরিবারের সদস্যরা দেশীয় অস্ত্র নিয়ে নুরুল ইসলামের বাড়িতে হামলা চালায়। এতে নুরুল ইসলাম, তার স্ত্রী রিনা বেগম এবং তাদের পাঁচ সন্তান গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নুরুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে রিনা বেগমের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

কানাইঘাট থানার ওসি আব্দুল আউয়াল বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় অভিযান চালিয়ে বুধবার ভোররাতে প্রধান আসামি বাবুল আহমদ ও তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। 

নিহতের মরদেহ বর্তমানে ওসমানী হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে পুলিশ জানিয়েছে। ঘটনার সঙ্গে  জড়িত অন্যদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আজকালের খবর/ওআর








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
অবশেষে ভারতে পৌঁছালো বাংলাদেশি ইলিশের প্রথম চালান
রিজার্ভ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো
ডেঙ্গু কাড়লো আরও ৫ প্রাণ, হাসপাতালে ভর্তি ৬২২
কোয়ালিটি এডুকেশনের নতুন দিগন্ত উন্মোচনে বাউবি: উপাচার্যের মতবিনিময় সভা
বাউবিতে টেন্ডার ও সেবা ক্রয় বিষয়ে প্রশিক্ষণ: স্বচ্ছতা নিশ্চিতেই টেকসই উন্নয়ন সম্ভব
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জামায়াত কি বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়, প্রশ্ন আমীর খসরুর
জব্দকৃত মাছ এতিমখানায় বিতরণের নির্দেশ সাতক্ষীরা ম্যাজিস্ট্রেট আদালতের
প্রথম চালানে ভারতে গেল সাড়ে ৩৭ টন ইলিশ
বিস্ফোরক মামলায় নাসিরনগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার
পেকুয়ায় মসজিদ কমিটি নিয়ে সংঘর্ষে আহত ২
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft