বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর ২০২৫
এক মাসেরও বেশি সময় ধরে চলছে আন্দোলন
ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকার রক্ষার্থে গাজীপুরে সড়ক ও রেল অবরোধ
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ৭:১২ পিএম
ডিপ্লোমা প্রকৌশলীদের ন্যায্য অধিকার আদায় এবং অযৌক্তিক দাবির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গাজীপুরের ব্যস্ততম চৌরাস্তায় আজ বুধবার সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন আন্দোলনরত ডিপ্লোমা শিক্ষার্থী ও ডিপ্লোমা প্রকৌশলীরা। কর্মসূচির কারণে কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে এবং সাধারণ মানুষ  ভোগান্তির শিকার হন।

অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ষড়যন্ত্র ও চক্রান্তের মাধ্যমে ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকার খর্ব করার চেষ্টা চলছে। এ অবস্থার প্রতিবাদ জানাতেই তারা রাজপথে অবস্থান নিতে বাধ্য হয়েছেন। এর আগে গতকাল মঙ্গলবার তারা গাজীপুরে রেলপথ অবরোধ করে আন্দোলন করেন। এতে কয়েক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে এবং যাত্রীদের  দুর্ভোগ পোহাতে হয়।

আন্দোলনরত ডিপ্লোমা প্রকৌশলীরা বলেন, দশম গ্রেড আমাদের অগ্রাধিকারের অধিকার। এ নিয়ে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। বিএসসি প্রকৌশলীদের কিছু অযৌক্তিক দাবি দেশের চলমান পরিস্থিতিকে অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্রের অংশ।

তারা আরও বলেন, ডিপ্লোমা প্রকৌশলীদের স্বীকৃত মর্যাদা নিশ্চিত করতে হবে, কর্মক্ষেত্রে বৈষম্য দূর করতে হবে এবং ষড়যন্ত্রমূলক প্রস্তাবগুলো বাতিল করতে হবে। অন্যথায় রাজপথেই দাঁতভাঙা জবাব দেওয়া হবে।

প্রকৌশলীরা জানান, এক মাসেরও বেশি সময় ধরে তারা ধারাবাহিকভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। দ্রুত তাদের ন্যায্য দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

এদিকে অবরোধ কর্মসূচির কারণে সাধারণ মানুষের ভোগান্তি দিন দিন বাড়ছে। যাত্রীরা আন্দোলনকারীদের দাবিকে যৌক্তিক মনে করলেও আন্দোলনের ধরন পরিবর্তনের আহ্বান জানিয়েছেন।

আজকালের খবর/ওআর








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
অবশেষে ভারতে পৌঁছালো বাংলাদেশি ইলিশের প্রথম চালান
রিজার্ভ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো
ডেঙ্গু কাড়লো আরও ৫ প্রাণ, হাসপাতালে ভর্তি ৬২২
কোয়ালিটি এডুকেশনের নতুন দিগন্ত উন্মোচনে বাউবি: উপাচার্যের মতবিনিময় সভা
বাউবিতে টেন্ডার ও সেবা ক্রয় বিষয়ে প্রশিক্ষণ: স্বচ্ছতা নিশ্চিতেই টেকসই উন্নয়ন সম্ভব
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জামায়াত কি বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়, প্রশ্ন আমীর খসরুর
জব্দকৃত মাছ এতিমখানায় বিতরণের নির্দেশ সাতক্ষীরা ম্যাজিস্ট্রেট আদালতের
প্রথম চালানে ভারতে গেল সাড়ে ৩৭ টন ইলিশ
বিস্ফোরক মামলায় নাসিরনগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার
পেকুয়ায় মসজিদ কমিটি নিয়ে সংঘর্ষে আহত ২
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft